Home শিল্প-বাণিজ্য RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

Credit Card Rent Payment

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর বড় ধাক্কা ভাড়াটিয়াদের। PhonePe, Paytm, Cred-এর মতো শীর্ষ ফিনটেক কোম্পানিগুলি ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে। ফলে আর অ্যাপের মাধ্যমে ভাড়া মেটানো যাবে না। ব্যবহারকারীদের ফের ভরসা রাখতে হবে প্রচলিত উপায়ে— যেমন NEFT, IMPS, UPI ব্যাঙ্ক ট্রান্সফার বা চেক

RBI-র নতুন নিয়ম কী?

১৫ সেপ্টেম্বর, ২০২৫-এ RBI যে নির্দেশিকা জারি করেছে, তাতে বলা হয়েছে—

  • পেমেন্ট অ্যাগ্রিগেটর (PA) কেবলমাত্র সেইসব মার্চেন্টের জন্য পেমেন্ট প্রসেস করতে পারবে যাদের সঙ্গে সরাসরি চুক্তি রয়েছে।
  • মার্কেটপ্লেস পেমেন্ট আর অনুমোদিত হবে না।
  • সম্পূর্ণ KYC ও ভেরিফিকেশন ছাড়া কোনও মার্চেন্টের অ্যাকাউন্টে টাকা যাবে না।

এই নিয়ম কার্যকর হওয়ায় বাড়িওয়ালা মার্চেন্ট হিসেবে অনবোর্ড না থাকায় ভাড়া পরিশোধের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ হয়ে গেল।

কেন গুরুত্বপূর্ণ ছিল এই ব্যবসা?

ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীরা পেতেন রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক ও অফার। অন্যদিকে ফিনটেক সংস্থাগুলি কনভিনিয়েন্স ফি থেকে মোটা অঙ্কের লাভ করত। ব্যাঙ্কগুলিও লাভবান হত বাড়তি কার্ড স্পেন্ডিং থেকে। কিন্তু RBI-র আশঙ্কা, এই মডেলে KYC ঘাটতি ও অপব্যবহারের সম্ভাবনা ছিল প্রবল।

গত বছরের প্রেক্ষাপট

  • জুন ২০২৪: HDFC ব্যাঙ্ক ঘোষণা করে ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার ক্ষেত্রে ১% অতিরিক্ত চার্জ।
  • মার্চ–এপ্রিল ২০২৪: ICICI ব্যাঙ্ক ও SBI Cards ভাড়া পরিশোধে রিওয়ার্ড পয়েন্ট বন্ধ করে দেয়।
  • মার্চ ২০২৪: PhonePe, Paytm, Mobikwik, Freecharge, Amazon Pay সাময়িকভাবে পরিষেবা বন্ধ করে। পরে কিছু অ্যাপ ফের চালু করে অতিরিক্ত KYC প্রক্রিয়া যোগ করে।

এবার কী পরিবর্তন হল?

RBI-র ১৫ সেপ্টেম্বরের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে—
“A PA shall ensure that a marketplace onboarded by it does not accept payments for a seller not onboarded on to the marketplace’s platform.”
অর্থাৎ, এখন থেকে বাড়িওয়ালা মার্চেন্ট হিসেবে নিবন্ধিত না হলে ক্রেডিট কার্ডে ভাড়া নেওয়া সম্ভব নয়। এই মডেল কার্যকর করা কঠিন হওয়ায় ফিনটেক কোম্পানিগুলি পুরো পরিষেবাই বন্ধ করে দিল।

প্রভাব পড়ল কোথায়?

  • ভাড়াটিয়ারা আর ক্রেডিট কার্ডে ভাড়া দিতে পারবেন না।
  • রিওয়ার্ড, ক্যাশব্যাক ও পয়েন্ট হারাবেন ব্যবহারকারীরা।
  • ফের ভরসা রাখতে হবে প্রচলিত ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকের উপর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version