শারদোৎসবের সূচনায় যাত্রীদের বড় স্বস্তি দিল কলকাতা মেট্রো। রবিবার, ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ১৮২টি মেট্রো চলবে। সাধারণ রবিবার যেখানে এই সংখ্যা থাকে ১৩০, সেদিন বাড়তি ভিড় সামলাতে প্রায় ৫০ ট্রেন বেশি নামানো হবে।
প্রথম মেট্রোর সময় এগোল
সপ্তাহের বাকি দিনগুলির মতোই এদিনও ভোর থেকে মেট্রো মিলবে।
- দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো: সকাল ৬টা ৫০ মিনিট।
- দমদম থেকে প্রথম মেট্রো: সকাল ৬টা ৫৫ মিনিট।
- মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো: সকাল ৬টা ৫৫ মিনিট।
- শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো: সকাল ৬টা ৫৪ মিনিট।
শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
যাত্রীদের জন্য বড় সুবিধা
পুজোর আগে শেষ রবিবার হওয়ায় মহালয়ার দিন বাজার-শপিং এবং প্রস্তুতিতে রাস্তায় নেমে পড়বেন বহু মানুষ। সেই ভিড় সামলাতেই মেট্রোর অতিরিক্ত পরিষেবা। কর্তৃপক্ষের আশা, এতে অপেক্ষার সময় কমবে এবং গন্তব্যে পৌঁছনো হবে অনেক সহজ।
কর্তৃপক্ষের বার্তা
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, “মহালয়ার দিন বাড়তি যাত্রীচাপের কথা ভেবেই এই পদক্ষেপ। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে উৎসবের কেনাকাটা ও প্রস্তুতি সেরে নিতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।”
দুর্গাপুজোর সব প্রতিবেদন পড়ুন এখানে