দেশের ব্যাঙ্কিং সিস্টেমে ২০০০ টাকার নোটের ৯৮.০৪ শতাংশ ইতিমধ্যেই ফেরত এসেছে। সোমবার (৪ নভেম্বর, ২০২৪) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র প্রকাশিত একটি তথ্যে বলা হয়, বর্তমানে জনসাধারণের হাতে থাকা ২০০০ টাকার নোটের মোট মূল্য মাত্র ৬,৯৭০ কোটি টাকা। গত বছরের (২০২৩ সালে) ১৯ মে তারিখে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল আরবিআই।
আরবিআই-এর তথ্য অনুযায়ী, ১৯ মে, ২০২৩-এ লেনদেন সমাপ্তির পর বাজারে ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা, যা ৩১ অক্টোবর, ২০২৪-এর মধ্যে কমে দাঁড়িয়েছে ৬,৯৭০ কোটি টাকায়। আরবিআই একটি বিবৃতিতে জানায়, “১৯ মে, ২০২৩-এ প্রচলিত ২০০০ টাকার নোটের মধ্যে ৯৮.০৪ শতাংশ ফেরত এসেছে।”
এই নোটগুলি জমা বা বিনিময়ের সুবিধা চালু ছিল ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত সমস্ত ব্যাঙ্ক শাখায়। এরপর থেকে এটি শুধুমাত্র আরবিআই-এর ১৯টি ইস্যু অফিসে এই সুবিধা চালু রয়েছে।
৯ অক্টোবর, ২০২৩ থেকে আরবিআই-এর ইস্যু অফিসগুলি ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা নিচ্ছে। এ ছাড়া, জনসাধারণ ভারতীয় ডাক বিভাগের যেকোনো পোস্ট অফিস থেকে এই নোটগুলি আরবিআই-এর ইস্যু অফিসে পাঠাতে পারছেন, যা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।
এই ১৯টি আরবিআই ইস্যু অফিস রয়েছে অমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা এবং তিরুবনন্তপুরমে।
প্রসঙ্গত, ২০০০ টাকার নোট প্রথম চালু হয়েছিল নভেম্বর ২০১৬ সালে, যখন ১০০০ এবং ৫০০ টাকার পুরনো নোট বাতিল করা হয়েছিল।