শুক্রবার ২ হাজার টাকার নোট নিয়ে একটি বড়ো ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, বাজার থেকে এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর মানে এই নয় যে, ২ হাজার টাকার নোটের বৈধতা এখনই শেষ হয়ে যাবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে ২ হাজার টাকার নোট।
ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ২ হাজার টাকার নোট দেওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছে আরবিআই। তবে বাজারে এখন যে নোটগুলি রয়েছে, সেগুলি চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে জমা করা যেতে পারে বা বদল করা যেতে পারে।
গত ২০১৬ সালে চালু করা হয়েছিল এই ২ হাজার টাকার গোলাপি নোট। সে সময় ‘নোটবন্দি’র মাধ্যমে পুরনো ৫০০ টাকা ১ হাজার টাকার নোট বাজার থেকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে বাজারে থাকা এই ২ হাজার টাকার ব্যাঙ্কনোটগুলির মূল্য ৩.৬২ লক্ষ কোটি, যা ২০১৮ সালের ৩১ মার্চে ছিল ৬.৭৩ লক্ষ কোটি টাকা।