Homeশিল্প-বাণিজ্যচেন্নাইয়ের কাছে স্যামসাং ইন্ডিয়ার উৎপাদন বন্ধ, ১২ দিনে পড়ল শ্রমিক ধর্মঘট

চেন্নাইয়ের কাছে স্যামসাং ইন্ডিয়ার উৎপাদন বন্ধ, ১২ দিনে পড়ল শ্রমিক ধর্মঘট

প্রকাশিত

চেন্নাই: স্যামসাং ইন্ডিয়ার শ্রীপেরুমবুদুর কারখানায় শ্রমিক ধর্মঘট আজ, শনিবার ১২ দিনে পড়ল, যার ফলে উৎপাদন কার্যত বন্ধের পথে। শ্রমিকরা তাঁদের মজুরি বৃদ্ধি এবং ইউনিয়নের স্বীকৃতির দাবিতে এই ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

চেন্নাই শহরে গত এক সপ্তাহ ধরে তীব্র গরমের কারণে তাপমাত্রা রেকর্ড ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা ১৯২০ ও ২০০২ সালের সর্বোচ্চ তাপমাত্রার সমান। এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, প্রায় ৪৫ কিলোমিটার দূরে শ্রীপেরুমবুদুরে স্যামসাং ইলেকট্রনিকসের শ্রমিকরা তাঁদের দাবি নিয়ে অনড় রয়েছেন।

ধর্মঘটের সূত্রপাত হয়েছিল ৯ সেপ্টেম্বর, যা সিপিএমের শ্রমিক ইউনিয়ন (CITU)-এর সমর্থনে শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং তাঁদের দাবি উপেক্ষা করা হচ্ছে। এই ধর্মঘটের ফলে স্যামসাং ইন্ডিয়ার উৎপাদনে মারাত্মক প্রভাব পড়েছে এবং উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থাটি।

চেন্নাইয়ের প্রচণ্ড গরমের মধ্যে শ্রমিকদের এই ধর্মঘট রাজ্যের শিল্প পরিস্থিতিতে একাধিক প্রশ্ন তুলছে। সিআইটিইউ-এর নেতৃত্বে ধর্মঘটরত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সংস্থার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ধর্মঘটের দীর্ঘায়িত হওয়া এবং উৎপাদন কার্যক্রমে প্রভাব পড়ার কারণে সংস্থার ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, তা নিয়ে জল্পনা চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।