Homeশিল্প-বাণিজ্যগৃহঋণে সুদের হার বাড়িয়েছে এসবিআই, কতটা বোঝা চাপবে গ্রাহকের কাঁধে? অন্য ব্যাঙ্কগুলির...

গৃহঋণে সুদের হার বাড়িয়েছে এসবিআই, কতটা বোঝা চাপবে গ্রাহকের কাঁধে? অন্য ব্যাঙ্কগুলির হার কত?

প্রকাশিত

ভারতের সবচেয়ে বড় ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গৃহধণ এবং গৃহ-সম্পর্কিত ঋণের সুদের হার সংশোধন করেছে। এই নতুন হার কার্যকর হয়েছে ১ আগস্ট ২০২৫ থেকে। উল্লেখযোগ্যভাবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) আগস্ট মাসের মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ৫.৫৫% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

SBI-র নতুন সুদের হার

সংশোধিত তথ্য অনুযায়ী, নিয়মিত গৃহধণের সুদের হার এখন ৭.৫০% থেকে ৮.৭০%। আগে সর্বোচ্চ হার ছিল ৮.৪৫%। অর্থাৎ ঊর্ধ্ব সীমা ২৫ বেসিস পয়েন্ট বেড়েছে। তবে নিম্ন সীমা অপরিবর্তিত রয়েছে।

অন্যান্য ব্যাংকের গৃহধণ সুদের হার

  • HDFC Bank: গৃহধণের সুদ শুরু ৭.৯০%। এই হার ব্যালান্স ট্রান্সফার, বাড়ি মেরামতি ও সম্প্রসারণ ঋণেও প্রযোজ্য।
  • ICICI Bank: গৃহধণের সুদ শুরু ৭.৭০%। তবে গ্রাহকের ধরন ও ঋণের পরিমাণ অনুযায়ী হার আলাদা। যেমন—
    • ৩৫ লাখ টাকার মধ্যে ঋণ: বেতনভুক্তদের জন্য ৮.৭৫%-৯.৪০% এবং স্বনিযুক্তদের জন্য ৮.৭৫%-৯.৫৫%।
    • ৩৫–৭৫ লাখ টাকার ঋণ: ৮.৭৫%-৯.৫৫% (বেতনভুক্ত), ৮.৭৫%-৯.৭০% (স্বনিযুক্ত)।
    • ৭৫ লাখ টাকার বেশি ঋণ: ৮.৭৫%-৯.৬৫% (বেতনভুক্ত), ৮.৭৫%-৯.৮০% (স্বনিযুক্ত)।
  • Kotak Mahindra Bank: গৃহধণের সুদ শুরু ৭.৯৯%। তবে ফ্লোটিং থেকে ফিক্সড রেটে গেলে সুদ বেড়ে ১২%।
  • Bank of Baroda: সুদের হার ৭.৪৫%-৯.২০%। গ্রাহকের ঋণের পরিমাণ, CIBIL স্কোর এবং ক্রেডিট ইন্স্যুরেন্স নেওয়া হয়েছে কি না, তার উপর নির্ভর করবে চূড়ান্ত হার।
  • Punjab National Bank (PNB): গৃহধণ শুরু ৭.৪৫% থেকে। ঋণের পরিমাণ, ক্রেডিট স্কোর ও মেয়াদের উপর ভিত্তি করে হার পরিবর্তন হয়।
  • Canara Bank: সুদের হার ৭.৪০%-১০.২৫%।

গ্রাহকদের উপর প্রভাব

সুদের হার বাড়ায় ঋণগ্রহণকারীদের কিস্তি (EMI) কিছুটা বেড়ে যাবে। ফলে দীর্ঘ মেয়াদি ঋণের ক্ষেত্রে মোট সুদ পরিশোধের বোঝাও বাড়বে। গ্রাহকের ক্রেডিট প্রোফাইল ও স্কোর যত ভাল হবে, সুদের হার তত কম হতে পারে।

আরও পড়ুন:

দীপাবলির আগে আসছে ‘নেক্সট জেনারেশন’ জিএসটি সংস্কার! ‘কর কমবে’ নিত্যপ্রয়োজনীয় জিনিসে, জানুন সবিস্তারে

আরও পড়ুন

১ অক্টোবর থেকে বড় পরিবর্তন! UPI-তে বন্ধ হচ্ছে এই অপশন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।