Homeশিল্প-বাণিজ্যসপ্তাহের শুরুর দিনেই শেষ মুহূর্তের বিক্রিতে পড়ল সেনসেক্স ও নিফটি, কী ভাবে...

সপ্তাহের শুরুর দিনেই শেষ মুহূর্তের বিক্রিতে পড়ল সেনসেক্স ও নিফটি, কী ভাবে ফিরবে ঊর্ধ্বমুখী গতি

প্রকাশিত

সপ্তাহের প্রথম দিনেই (১০ মার্চ, ২০২৫) ভারতীয় শেয়ারবাজারে পতন! আগের সপ্তাহের শক্তিশালী প্রত্যাবর্তনের পর আজ বাজারে চাপ দেখা যায়, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এল অ্যান্ড টি-র মতো বৃহৎ কোম্পানির শেয়ারে মুনাফা তুলে নেওয়ার কারণে বাজার নিম্নমুখী হয়েছে।

নিফটি ফিফটি সূচক ০.৪১ শতাংশ কমে ২২,৪৬০ পয়েন্টে বন্ধ হয়েছে, আর সেনসেক্স ০.২৯ শতাংশ হ্রাস পেয়ে ৭৪,১১৫ পয়েন্টে নেমে এসেছে। মিডক্যাপ এবং স্মলক্যাপ শেয়ারেও বড় পতন হয়েছে, নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১.৫৩ শতাংশ কমে ৪৮,৪৪০ পয়েন্টে এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ১.৯৭ শতাংশ পড়ে ১৫,১৯৮ পয়েন্টে পৌঁছেছে।

ও দিকে, বিশ্ববাজারেও দুর্বল প্রবণতা দেখা গেছে। ফেব্রুয়ারিতে চিনের ভোক্তা মূল্যসূচকে (CPI) ১৩ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে। যা বিশ্বব্যাপী বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্বল চাকরির তথ্য বিনিয়োগকারীদের আস্থায় আঘাত হেনেছে। ননফার্ম বেতনের তথ্য প্রত্যাশার চেয়ে কম আসায় বাজারে স্টক বিক্রির চাপ বেড়েছে।

বিশ্ববিখ্যাত বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাকস ভারতের বাজারের জন্য টার্গেট কাটছাঁট করেছে। তারা আগামী ১২ মাসের জন্য নিফটি টার্গেট ২৫,৫০০ নির্ধারণ করেছে, যা আগের ২৭,০০০ থেকে কম। সংস্থাটি ভারতের বাজারকে ‘মার্কেটওয়েট’ রেটিং দিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।

টেকনিক্যাল বিশ্লেষণে দেখা যাচ্ছে, নিফটি আজ ২১ ইএমএ (এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ)-তে প্রতিরোধের সম্মুখীন হয়েছে এবং ২২,৪০০ স্তরের দিকে নেমে এসেছে। পরবর্তী প্রতিরোধের স্তর ২২,৭৫০ পয়েন্ট, যা পার হলে বাজার শক্তিশালী হতে পারে। নিচের দিকে, ৯ দিনের এসএমএ ২২,৩৭০ স্তরে থাকায় এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে।

বিশ্লেষকরা বলছেন, বাজারের সামগ্রিক মনোভাব দুর্বল থাকলেও ২২,৪০০ স্তর গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসাবে কাজ করবে। নিফটি যদি ২২,৮০০-র উপরে যেতে পারে, তাহলে বাজারে পুনরায় ঊর্ধ্বমুখী গতি আসতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।