Homeশিল্প-বাণিজ্যএক দিনে ২০ শতাংশ! আদানির শেয়ারে চমকপ্রদ উত্থান, সেনসেক্স ও নিফটি উর্ধ্বমুখী

এক দিনে ২০ শতাংশ! আদানির শেয়ারে চমকপ্রদ উত্থান, সেনসেক্স ও নিফটি উর্ধ্বমুখী

প্রকাশিত

বুধবার উর্ধ্বমুখী সূচকের মধ্যে দিয়েই দিন শেষ করল সেনসেক্স ও নিফটি। মার্কিন কর্তৃপক্ষের ঘুষ সংক্রান্ত অভিযোগ নিয়ে আদানি গোষ্ঠীর সাফাইয়ের পর শেয়ারের দাম বেড়ে যাওয়ায় সূচকগুলোর এই উত্থান বলে মনে করা হচ্ছে।

এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স ২৩০.০২ পয়েন্ট বেড়ে ৮০,২৩৪.০৮ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, এনএসই নিফটি ফিফটি সূচক ৮২.২০ পয়েন্ট বেড়ে ২৪,২৭৬.৭০ পয়েন্টে পৌঁছেছে। উল্লেখযোগ্য ভাবে এ দিন, আদানির একটি শেয়ারে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি ঘটেছে।

আদানি গোষ্ঠীর শেয়ারগুলোর উত্থান

  • আদানি গ্রিন এনার্জি: ১০ শতাংশ বেড়ে শেয়ারদর দাঁড়িয়েছে ৯৮৮.৪০ টাকায়।
  • আদানি পাওয়ার লিমিটেড: ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে শেয়ারদর হয়েছে ৫২৫.১৫ টাকা।
  • আদানি এন্টারপ্রাইজ লিমিটেড: ১১.৫৬ শতাংশ বেড়ে শেয়ারদর পৌঁছেছে ২,৩৯৯.০০ টাকায়।

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞরা বলছেন, আদানি গোষ্ঠীর শেয়ারগুলো বরাবরই বেশি অস্থির, বিশেষ করে নিয়মকানুনের কড়াকড়ি এবং বিনিয়োগকারীদের মনোভাবের কারণে।

অনেকের মতে, আগামীর বাজার পরিস্থিতি এখনও অনিশ্চিত। বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের উচিত আদালতে বিচারধীন মামলাগুলি পর্যবেক্ষণ করা এবং গোষ্ঠীর আর্থিক অবস্থা মূল্যায়ন করা। ঝুঁকি সহ্য করার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। সংক্ষিপ্ত মেয়াদের জন্য বিনিয়োগকারীরা তাঁদের ঝুঁকি কমাতে বা ক্ষতি কাটাতে শেয়ার বিক্রি করতে পারেন। তবে, দীর্ঘমেয়াদে কোম্পানির সম্ভাবনা শক্তিশালী, তাই এই মন্দার সময়ে বিনিয়োগ আকর্ষণীয় হতে পারে। অবশ্যই নিশ্চিত করুন যে এটি আপনার ঝুঁকি এবং বিনিয়োগ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

বাজার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, শেয়ারবাজারের বর্তমান অস্থিরতার মধ্যে সঠিক তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগ করা ভালো। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি এবং ঝুঁকি পরিচালনার দক্ষতা এই সময়ে বিশেষ গুরুত্ব বহন করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।