Homeশিল্প-বাণিজ্যজিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

প্রকাশিত

পণ্য পরিষেবা করের (জিএসটি) কাঠামোয় sweeping GST 2.0 সংস্কারের আশায় টানা দ্বিতীয় দিন শক্তিশালী রইল শেয়ারবাজার। বৃহস্পতিবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী সূচক, সঙ্গে দৃঢ় বৈশ্বিক ইঙ্গিতও বাজারে ইতিবাচকতা যোগ করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২২ মিনিটে বিএসই সেনসেক্স ৫১৩.৮৪ পয়েন্ট বা ০.৬৪% বেড়ে দাঁড়ায় ৮১,০৮১.৫৫ পয়েন্টে। যদিও শুরুর দিকে সূচক একসময় ৮৮৮ পয়েন্ট পর্যন্ত লাফ দেয়। একই সময়ে এনএসই নিফটি৫০ বেড়ে হয় ২৪,৮৫৭.০৫ পয়েন্ট, যা ১৪২ পয়েন্ট বা ০.৫৭% বেশি। দিনের সর্বোচ্চ স্তরে নিফটি পৌঁছেছিল ২৪,৯৮০.৭৫ পয়েন্টে।

আন্তর্জাতিক বাজারের ছবি:

  • জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.২৩% বেড়ে হয় ৪২,৪৫৬.১৬
  • অন্যদিকে হংকংয়ের হ্যাং সেং সূচক ১.২১% কমে দাঁড়ায় ২৫,০৩৬.১২

বিশেষজ্ঞের মত:

Geojit Investments Limited-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার সংবাদমাধ্যমকে বলেন, “জিএসটি সংস্কার প্রত্যাশার থেকেও ভালো হয়েছে। এর ফলে অটোমোবাইল, এফএমসিজি, সিমেন্ট, হোয়াইট গুডস থেকে বিমা—বিভিন্ন খাত উপকৃত হবে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় সুবিধাভোগী হবেন সাধারণ ভোক্তারা।”

তিনি আরও জানান, ভোক্তা চাহিদা বাড়লে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি FY26-এ ৬.৫% এবং FY27-এ সম্ভবত ৭%-এ পৌঁছতে পারে। কর্পোরেট আয়ে বড় উত্থান দেখা যেতে পারে। তাঁর মতে,

  • অটো শেয়ারগুলোতে সবচেয়ে বেশি গতি আসতে পারে।
  • শর্ট কাভারিং-এর কারণে সূচক আরও উপরে যেতে পারে।
  • তবে শুল্ক সংক্রান্ত সমস্যাগুলি সামনে আবার বাজারকে চাপে ফেলতে পারে।

আগের দিনের বাজার:

বুধবার সেনসেক্স ৪০৯.৮৩ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছিল ৮০,৫৬৭.৭১-এ। নিফটি ১৩৫.৪৫ পয়েন্ট যোগ করে শেষ করেছিল ২৪,৭১৫.০৫-এ।

আরও পড়ুন: নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।

আমেরিকার ট্যারিফ জুলুম: বিকল্প খুঁজতে রাশিয়া, নেদারল্যান্ডস ও ব্রাজিলের ওষুধ বাজারে নজর ভারতের

ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্প যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে রাশিয়া, নেদারল্যান্ডস ও ব্রাজিলে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ২০২৫ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রেই ১০.৫ বিলিয়ন ডলার ওষুধ বিক্রি হয়েছে।