Homeশিল্প-বাণিজ্যসেনসেক্সে ৭০০ পয়েন্টেরও বেশি পতন, নিফটি ২৩,৫০০-র নীচে! এর পর…?

সেনসেক্সে ৭০০ পয়েন্টেরও বেশি পতন, নিফটি ২৩,৫০০-র নীচে! এর পর…?

প্রকাশিত

শেয়ার বাজারে পতন অব্যাহত রয়েছে! বুধবারের লেনদেন শেষ হয়েছে দুর্বলভাবেই। বিশ্লেষকদের মতে, আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে চলা মার্কিন পাল্টা শুল্কের প্রভাব নিয়ে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ দিন এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ৭২৮.৬৯ পয়েন্ট কমে ৭৭,২৮৮.৫০ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে এনএসই নিফটি ১৮১.৮০ পয়েন্ট কমে ২৩,৪৮৬.৮৫ পয়েন্টে নেমে এসেছে। প্রধান সূচকের এই পতন ক্ষুদ্র ও মাঝারি মূলধনী শেয়ারেও ব্যাপক প্রভাব ফেলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া মার্কিন পাল্টা শুল্কের আগে বাজারে অস্থিরতা অব্যাহত থাকবে। ব্যাংক ও আর্থিক খাতের শেয়ার বিক্রির চাপে পতনের মাত্রা আরও বেড়েছে।

নিফটি ফিফটি-তে সবচেয়ে বেশি লাভ করেছে ইন্ডাসইন্ড ব্যাংক, ট্রেন্ট, হিরো মোটোকর্প, গ্রাসিম ও পাওয়ার গ্রিড কর্পোরেশন। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনটিপিসি, টেক মাহিন্দ্রা, সিপলা, অ্যাক্সিস ব্যাংক ও বাজাজ ফাইন্যান্স।

বাজারের অস্থিরতার মধ্যেও বিশ্লেষকরা আশা করছেন, শক্তিশালী দেশীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, রিজার্ভ ব্যাংকের সুদের হার কমানোর সম্ভাবনা এবং চতুর্থ প্রান্তিকের শক্তিশালী ফলাফল বাজারকে কিছুটা স্থিতিশীল করতে পারে।

এ ছাড়া, আগামী কয়েকটি লেনদেন পর্বে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (এফআইআই) অবস্থানও বাজারের গতিপথ নির্ধারণ করবে। কারণ, এফআইআই বিনিয়োগের প্রবাহ, দেশীয় অর্থনীতির পুনরুজ্জীবন এবং আকর্ষণীয় মূল্যায়ন বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারের দুর্বলতার কারণেই ভারতীয় শেয়ারবাজারে বিক্রির চাপ দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ভোক্তা আস্থার সূচক চার বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে, কারণ মুদ্রাস্ফীতি ও শুল্ক সংক্রান্ত উদ্বেগ বাড়ছে।

সাম্প্রতিক উত্থানের পর বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে। আগামী সপ্তাহে মার্কিন শুল্ক ঘোষণার আগে, যুক্তরাষ্ট্রে রফতানির ওপর নির্ভরশীল ফার্মা ও আইটি খাতে বিক্রির চাপ বেড়েছে। পাশাপাশি, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমার প্রত্যাশায় তেলের দাম বেড়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।