Homeশিল্প-বাণিজ্য'বেতনের নয়, মানসিকতার ফাঁদেই আটকে মধ্যবিত্ত'—টাকা নয়, ভাবনার বদলেই মুক্তি বলছেন শ্যাম...

‘বেতনের নয়, মানসিকতার ফাঁদেই আটকে মধ্যবিত্ত’—টাকা নয়, ভাবনার বদলেই মুক্তি বলছেন শ্যাম শেখর

প্রকাশিত

“মধ্যবিত্ত পরিবারগুলি আটকে থাকে কেবল বেতনের কারণে নয়, বরং তাদের মানসিকতার কারণে”—এই মন্তব্য করে আলোড়ন ফেলেছেন বিশিষ্ট বিনিয়োগকারী ও পোর্টফোলিও ম্যানেজার শ্যাম শেখর। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি মধ্যবিত্ত মানসিকতার স্বরূপ ও তার বাধাগুলিকে চিহ্নিত করে ব্যাখ্যা করেছেন কীভাবে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া প্রকৃত আর্থিক অগ্রগতি সম্ভব নয়।

শ্যাম শেখর লিখেছেন, “তাঁরা ভাবতেই চান না কীভাবে তাঁরা এই মধ্যবিত্ত মানসিকতার বাইরে বেরোতে পারেন।” তাঁর মতে, এই মানসিকতা এমন এক সীমাবদ্ধ চিন্তাভাবনা তৈরি করে, যেখানে উচ্চাকাঙ্ক্ষার জায়গায় থাকে ছোট ছোট বস্তুগত ইচ্ছা—যেমন একটি এসি, একটি গাড়ি ইত্যাদি। “এই স্বপ্নগুলি তাঁদের প্রকৃত সামর্থ্যের তুলনায় একেবারেই নগণ্য,” বলেন শেখর।

‘কম্পাউন্ডিং’–এর শক্তিতে ভরসা রাখার পরামর্শ

শ্যাম শেখর আরও বলেন, ধীরে ধীরে সম্পদ গঠনের জন্য ‘কম্পাউন্ডিং’-এর মতো আর্থিক কৌশলের প্রয়োগ করা উচিত। এক উদাহরণ দিয়ে তিনি জানান, “আমি এক ব্যক্তিকে বলেছিলাম যে ₹১ কোটি পৌঁছে গেলে, ঠিকঠাক বিনিয়োগে সহজেই ₹২০ কোটি পৌঁছনো সম্ভব।” শোনার পর সেই ব্যক্তি যেন চেয়ার থেকে পড়েই যাচ্ছিলেন!

এই প্রসঙ্গে শেখর বিনিয়োগের ক্ষেত্রে ‘ইনভেস্টমেন্ট ফ্লাইওয়েল’ তৈরির গুরুত্বও ব্যাখ্যা করেছেন—এটি এমন একটি দীর্ঘমেয়াদি স্বনির্ভর প্রক্রিয়া যা ধাপে ধাপে সম্পদ বৃদ্ধি করে।

ছোটো পথে নয়, নিজের রাস্তায় ভরসা রাখুন

শ্যাম শেখরের মতে, বেশিরভাগ মানুষ নিজেদের ‘ইনভেস্টমেন্ট সিস্টেম’ গড়ে তোলেন না। তারা বরং অন্যের পদ্ধতি অনুকরণ করতে চান, বা দ্রুত ফল পাওয়ার আশায় ঝুঁকিপূর্ণ সংক্ষিপ্ত পথ বেছে নেন। অনেকে আবার এই ভুল মানসিকতাই সমাজে প্রচার করেন।

তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—“একজন মধ্যবিত্তকে শিখতেই হবে কীভাবে মধ্যবিত্ত মানসিকতার ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়, কীভাবে আর্থিক সীমাবদ্ধতার ভাবনা থেকে নিজেকে স্বাধীন করা যায়।”

পাঠকের জন্য শিক্ষা

  • ছোটো লক্ষ্য নয়, দীর্ঘমেয়াদি সম্পদ গঠনের স্বপ্ন দেখুন
  • কম্পাউন্ডিং এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব দিন
  • অন্যকে অনুকরণ নয়, নিজের স্বতন্ত্র অর্থনৈতিক কৌশল গড়ে তুলুন
  • মানসিকতার পরিবর্তন ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব

শ্যাম শেখরের এই বার্তা শুধু মধ্যবিত্তের জন্য নয়, বরং প্রত্যেক সেই মানুষের জন্য, যিনি আর্থিক স্বাধীনতার পথে হাঁটতে চান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।