Homeশিল্প-বাণিজ্যমাসে মাত্র ₹১,০০০ বিনিয়োগে জমতে পারে লক্ষাধিক টাকা, জানুন PPF, SIP, SSY...

মাসে মাত্র ₹১,০০০ বিনিয়োগে জমতে পারে লক্ষাধিক টাকা, জানুন PPF, SIP, SSY ও RD-র হিসাব

প্রকাশিত

বিনিয়োগ মানেই যে বড় অঙ্কের টাকা দরকার, এই ধারণা অনেকের মধ্যে রয়েছে। অথচ মাসে মাত্র ₹১,০০০ সঞ্চয় করলেও ভবিষ্যতে তৈরি হতে পারে বিশাল অঙ্কের টাকা। সরকারি গ্যারান্টিযুক্ত স্কিম থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড—বিভিন্ন বিকল্পে কীভাবে আপনার ছোট অঙ্কের বিনিয়োগ বড় ফান্ডে পরিণত হবে, দেখে নেওয়া যাক।

PPF – সরকারি গ্যারান্টিযুক্ত নিরাপদ স্কিম
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ বর্তমানে সুদের হার বছরে প্রায় ৭.১%। এখানে মাসে ₹১,০০০ বিনিয়োগ করলে ১৫ বছরে মোট জমা হবে ₹১,৮০,০০০। এর সঙ্গে সুদ যোগ হবে প্রায় ₹১,৪৫,৪৫৭। ফলে মোট টাকার অঙ্ক দাঁড়াবে ₹৩,২৫,৪৫৭।

SIP – মিউচুয়াল ফান্ডের শক্তি
যদি একই টাকা ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে SIP আকারে ১২% রিটার্নে বিনিয়োগ করা হয়, তবে ১৫ বছরে জমা হবে ₹১,৮০,০০০। কিন্তু সুদ ও লাভ মিলিয়ে হাতে আসবে ₹৪,৭৫,৯৩১। অর্থাৎ, আয়ের দিক থেকে এটি সবচেয়ে লাভজনক বিকল্প।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) – কন্যাসন্তানের জন্য বিশেষ পরিকল্পনা
এই স্কিমে বার্ষিক সুদের হার প্রায় ৮.২%। মেয়াদ ২১ বছর হলেও বিনিয়োগ ১৫ বছর। মাসে ₹১,০০০ জমালে ১৫ বছরে জমা হবে ₹১,৮০,০০০। তাতে সুদ যোগ হয়ে দাঁড়াবে ₹৩,৭৪,২০৬। ফলে মেয়াদপূর্তিতে মোট ফান্ড হবে ₹৫,৫৪,২০৬। এই স্কিম কেবলমাত্র কন্যাসন্তানের নামে খোলা যায় এবং আয়কর ছাড়ও মেলে।

পোস্ট অফিস RD – সহজ ও সুরক্ষিত
পোস্ট অফিসের পুনরাবৃত্তি আমানত (RD) স্কিম ৫ বছরের জন্য পাওয়া যায়। বর্তমানে সুদের হার ৬.৭%। এখানে মাসে ₹১,০০০ জমালে ৫ বছরে মোট জমা হবে ₹৬০,০০০। সুদ যোগ হয়ে হাতে আসবে ₹৭১,৩৬৯। চাইলে আরও ৫ বছর বাড়ানো যায়। সে ক্ষেত্রে ১০ বছরে বিনিয়োগ হবে ₹১,২০,০০০ এবং সুদ যোগ হয়ে মোট টাকার অঙ্ক হবে ₹১,৭০,৮৫৭।

কোন বিকল্প বেছে নেবেন?

  • ঝুঁকি একেবারেই নিতে না চাইলে PPF ও Post Office RD সেরা বিকল্প।
  • দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্য থাকলে ও কিছুটা ঝুঁকি নিতে রাজি হলে SIP সবচেয়ে বেশি লাভজনক।
  • কন্যাসন্তানের জন্য বিনিয়োগ ভাবলে SSY সবচেয়ে কার্যকর।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ছোট অঙ্কের সঞ্চয় নিয়মিত করলে ভবিষ্যতের জন্য বড় অঙ্কের ফান্ড গড়ে তোলা একেবারেই সম্ভব।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।