Homeশিল্প-বাণিজ্যশুক্রবার সেনসেক্স-নিফটি প্রায় ১ শতাংশ নীচে, বিশেষ পরামর্শ বিশেষজ্ঞদের

শুক্রবার সেনসেক্স-নিফটি প্রায় ১ শতাংশ নীচে, বিশেষ পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত

শুক্রবারের লেনদেন শেষে ভারতীয় শেয়ারবাজারে সেনসেক্স ও নিফটি প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছে। তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিং, আর্থিক এবং ফার্মা খাতের দুর্বল পারফরম্যান্স বাজারের পতনের জন্য দায়ী। সেনসেক্স ৭২০.৬০ পয়েন্ট কমে ৭৯,২২৩.১১-এ এবং নিফটি ১৮৩.৯০ পয়েন্ট কমে ২৪,০০৪.৭৫-এ বন্ধ হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাভ তোলার প্রবণতা এবং গ্লোবাল মার্কেটের নেতিবাচক প্রভাব বাজারে চাপ সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে টানা পাঁচ দিনের পতন এবং এশিয়ার বাজারে কিছুটা প্রতিরোধ বাজারের উপর প্রভাব ফেলেছে।

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) আজকের লেনদেনে ৫.১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া টাটা মোটর্স ৩.১৩ শতাংশ, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স ১.৯৫ শতাংশ, টাইটান ১.৮০ শতাংশ এবং নেসলে ইন্ডিয়া ১.৪০ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তি ও ব্যাঙ্কিং স্টকগুলোতে বড় পতন হয়েছে। উইপ্রো ২.৮৩ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ২.৫৩ শতাংশ, আদানি পোর্টস ২.৩০ শতাংশ, টেক মহিন্দ্রা ২.১১ শতাংশ এবং সিপলা ১.৯৮ শতাংশ হ্রাস পেয়েছে।

বেশিরভাগ খাতেই লাল সংকেত দেখা গেছে। নিফটি ব্যাংক ১.২৬ শতাংশ, নিফটি প্রাইভেট ব্যাংক ১.০০ শতাংশ, নিফটি হেলথকেয়ার ১.৩১ শতাংশ এবং নিফটি ফার্মা ১.৩৮ শতাংশ কমেছে।

তবে কিছু খাতে ইতিবাচক প্রবণতা ছিল। নিফটি মিডিয়া ১.৩৭ শতাংশ এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ১.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটি কনজিউমার ডিউরেবলস ০.৫৫ শতাংশ, নিফটি পিএসইউ ব্যাংক ০.৩২ শতাংশ এবং নিফটি এফএমসিজি ০.২৫ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে।

শেয়ার বাজারের এই অস্থির পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আরও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।