Homeশিল্প-বাণিজ্যশেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত, তবে দিনের তলানি থেকে ঘুরে দাঁড়াল সূচক

শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত, তবে দিনের তলানি থেকে ঘুরে দাঁড়াল সূচক

প্রকাশিত

মঙ্গলবার ভারতের শেয়ার বাজারে ফের নিম্নমুখী প্রবণতা দেখা গেল। সোমবার সামান্য উত্থানের পর আবারও সেনসেক্স ও নিফটি ৫০ সূচক নিম্নমুখী হয়ে শুরু হলেও, দিনের শেষে বেশ কিছুটা ক্ষতি পুনরুদ্ধার করতে সক্ষম হয় বাজার।

বাজার খোলার পর সেনসেক্স ও নিফটি ৫০ সূচক প্রায় ০.৭০ শতাংশ পর্যন্ত পতনের সাক্ষী হয়। তবে মধ্যদিবসে সূচকগুলি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এবং বিনিয়োগকারীদের “নীচে কেনার” কৌশলের ফলে বাজারের স্থিতিশীলতা বজায় থাকে।

দিনশেষে নিফটি ৫০ সূচক ১৩৭ পয়েন্ট পুনরুদ্ধার করে ২২,৯৪৫ পয়েন্টে বন্ধ হয়, যা আগের দিনের তুলনায় মাত্র ০.০৬ শতাংশ কম। অন্যদিকে, সেনসেক্স ৪৯১ পয়েন্ট উঠে ৭৫,৯৬৭ পয়েন্টে স্থিতিশীলভাবে দিন শেষ করে, ০.০৩৭ শতাংশের সামান্য হ্রাস।

বাজারের অন্যান্য ক্ষেত্রেও পতনের ধারা বজায় ছিল। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.২০ শতাংশ কমে ৪৯,৭৫১ পয়েন্টে নেমে আসে, এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ১.৫৯ শতাংশ কমে ১৫,১২৭ পয়েন্টে দিন শেষ করে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিক্রির চাপে অনেক স্টক অতিরিক্ত বিক্রিত (oversold) অবস্থায় পৌঁছে গিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য কারেকশনের সুযোগ তৈরি করেছে।

এদিকে, বিনিয়োগকারীরা এখনও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা, উচ্চ মূল্যায়ন এবং মিশ্র কর্পোরেট আয় নিয়ে উদ্বিগ্ন।

বিশ্বব্যাপী বাণিজ্য নীতির পরিবর্তনও বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চিন থেকে পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, মেক্সিকো ও কানাডার নির্দিষ্ট পণ্যে ২৫% শুল্ক ঘোষণা করেছেন এবং সমস্ত দেশের জন্য প্রতিশোধমূলক শুল্ক (reciprocal tariffs) চালুর পরিকল্পনা করছেন।

এছাড়া, বিনিয়োগকারীরা এখন বুধবার প্রকাশিত হতে চলা ফেডারেল রিজার্ভের জানুয়ারির বৈঠকের মিনিটসের দিকে নজর রাখছেন, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ নীতিগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে ইঙ্গিত দিতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।