মঙ্গলবার ভারতের শেয়ার বাজারে ফের নিম্নমুখী প্রবণতা দেখা গেল। সোমবার সামান্য উত্থানের পর আবারও সেনসেক্স ও নিফটি ৫০ সূচক নিম্নমুখী হয়ে শুরু হলেও, দিনের শেষে বেশ কিছুটা ক্ষতি পুনরুদ্ধার করতে সক্ষম হয় বাজার।
বাজার খোলার পর সেনসেক্স ও নিফটি ৫০ সূচক প্রায় ০.৭০ শতাংশ পর্যন্ত পতনের সাক্ষী হয়। তবে মধ্যদিবসে সূচকগুলি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এবং বিনিয়োগকারীদের “নীচে কেনার” কৌশলের ফলে বাজারের স্থিতিশীলতা বজায় থাকে।
দিনশেষে নিফটি ৫০ সূচক ১৩৭ পয়েন্ট পুনরুদ্ধার করে ২২,৯৪৫ পয়েন্টে বন্ধ হয়, যা আগের দিনের তুলনায় মাত্র ০.০৬ শতাংশ কম। অন্যদিকে, সেনসেক্স ৪৯১ পয়েন্ট উঠে ৭৫,৯৬৭ পয়েন্টে স্থিতিশীলভাবে দিন শেষ করে, ০.০৩৭ শতাংশের সামান্য হ্রাস।
বাজারের অন্যান্য ক্ষেত্রেও পতনের ধারা বজায় ছিল। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.২০ শতাংশ কমে ৪৯,৭৫১ পয়েন্টে নেমে আসে, এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ১.৫৯ শতাংশ কমে ১৫,১২৭ পয়েন্টে দিন শেষ করে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিক্রির চাপে অনেক স্টক অতিরিক্ত বিক্রিত (oversold) অবস্থায় পৌঁছে গিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য কারেকশনের সুযোগ তৈরি করেছে।
এদিকে, বিনিয়োগকারীরা এখনও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা, উচ্চ মূল্যায়ন এবং মিশ্র কর্পোরেট আয় নিয়ে উদ্বিগ্ন।
বিশ্বব্যাপী বাণিজ্য নীতির পরিবর্তনও বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চিন থেকে পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, মেক্সিকো ও কানাডার নির্দিষ্ট পণ্যে ২৫% শুল্ক ঘোষণা করেছেন এবং সমস্ত দেশের জন্য প্রতিশোধমূলক শুল্ক (reciprocal tariffs) চালুর পরিকল্পনা করছেন।
এছাড়া, বিনিয়োগকারীরা এখন বুধবার প্রকাশিত হতে চলা ফেডারেল রিজার্ভের জানুয়ারির বৈঠকের মিনিটসের দিকে নজর রাখছেন, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ নীতিগত দৃষ্টিভঙ্গি সম্পর্কে ইঙ্গিত দিতে পারে।