Homeশিল্প-বাণিজ্যভারতেও ভাইরাস 'আতঙ্ক'! ভয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেয়ারবাজার

ভারতেও ভাইরাস ‘আতঙ্ক’! ভয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেয়ারবাজার

প্রকাশিত

কতকটা করোনার মতোই ভাইরাস হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) নিয়ে চিনে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ভারতেও কর্নাটকে দুটি এবং গুজরাতে একটি সংক্রমণের খবর নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। এর জেরে শেয়ারবাজারে বড়সড় প্রভাব পড়েছে। সোমবার সেনসেক্স ১২৫৮ পয়েন্ট পড়ে শেষ হয়েছে এবং নিফটি হারিয়েছে প্রায় ১.৬ শতাংশ।

বাজারের বর্তমান পরিস্থিতি:

  • সেনসেক্স ৭৮,০০০-এর নিচে নেমেছে এবং নিফটি ২৩,৬১৬-এ পৌঁছেছে।
  • একই কারণে আরেক সূচক ইন্ডিয়া VIX ১৬ শতাংশ বেড়ে গিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের ইঙ্গিত দেয়।
  • মিডক্যাপ এবং স্মলক্যাপ শেয়ারের পাশাপাশি বিভিন্ন সেক্টরে বড়সড় বিক্রির চাপ লক্ষ্য করা গেছে।

ক্ষতিগ্রস্ত এবং লাভবান সেক্টর:

  • সব সেক্টরাল সূচক: লাল চিহ্নে রয়ে গেছে।
  • নিফটি PSU ব্যাংক, মেটাল, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি, মিডিয়া শেয়ারে সবচেয়ে বেশি পতন হয়েছে।
  • নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০: ২ শতাংশ বা তার বেশি হ্রাস পেয়েছে।

সবচেয়ে বেশি হারানো এবং লাভ করা স্টক:

  • ক্ষতিগ্রস্ত শেয়ার: ট্রেন্ট, টাটা স্টিল, বিপিসিএল, কোল ইন্ডিয়া এবং এনটিপিসি।
  • লাভবান শেয়ার: অ্যাপোলো হসপিটালস, টাটা কনজিউমার প্রোডাক্টস, টাইটান কোম্পানি, এইচসিএল টেকনোলজিস এবং টিসিএস।

শেয়ারবাজার বিশেজ্ঞদের মতে, করোনার মতোই এই নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে। সরকারি তরফ থেকে সংক্রমণ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলেও, বিনিয়োগকারীরা আপাতত সতর্ক অবস্থান বজায় রাখছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।