টাটা কনজিউমার প্রোডাক্টসের অন্যতম প্রধান ব্র্যান্ড টাটা টি প্রিমিয়াম এ বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে নিয়ে এল তাদের বহুল প্রশংসিত ‘দেশ কা গর্ব’ প্রচারের ২০২৫ সংস্করণ। দীর্ঘদিন ধরে এই উদ্যোগের মাধ্যমে তারা দৈনন্দিন চা-পানের অভ্যাসকে মিলিয়ে দিয়েছে দেশের আঞ্চলিক শিল্পকলার সঙ্গে—এবার সেই সংযোগ ঘটেছে হাতে আঁকা কারুশিল্প কেতলির মাধ্যমে।
এই বিশেষ Desh Ka Garv Collection-এ ভারতের বিভিন্ন প্রান্তের আইকনিক লোকশিল্পকে ফুটিয়ে তুলেছেন কারিগরেরা, যা তৈরি হয়েছে কৌশলম নামের এক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে। কৌশলম দীর্ঘদিন ধরে ভারতীয় লোকশিল্প সংরক্ষণ ও প্রচারে কাজ করছে। এই সংগ্রহ পাওয়া যাবে একমাত্র www.IndiakiChai.com-এ, এবং বিক্রির সমস্ত আয় যাবে ভারতীয় সেনার Skill Development Centers-এর মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ ও ক্ষমতায়নের কাজে।
টাটা টি প্রিমিয়ামের প্রেসিডেন্ট (প্যাকেজড বেভারেজ, ভারত ও দক্ষিণ এশিয়া) পুনীত দাস জানান, “দেশ কা গর্ব – প্রদেশ কি কলা শুধু শিল্প উদযাপন নয়, বরং ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সংরক্ষণের এক প্রয়াস। প্রতিটি কেতলি যেন একেকটি গর্বের গল্প, যা ভোক্তারা নিজের করে নিতে পারবেন।”
এই বছরের প্রচারে নতুনত্ব এনেছে সম্পূর্ণ AI-নির্ভর এক ব্র্যান্ড ফিল্ম, যা ভারতের শিল্পকলা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে আধুনিক ও চিত্তাকর্ষক ভিজ্যুয়াল আঙ্গিকে। এই ফিল্মে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক পিয়ূষ মিশ্র। ফিল্ম নির্মাণে সহযোগী ক্রিয়েটিভল্যান্ড এশিয়া-র গ্রুপ চিফ ক্রিয়েটিভ অফিসার আজাজুল হক জানান, “সম্পূর্ণ AI এবং VFX ব্যবহার করে এমন আঞ্চলিক সাংস্কৃতিক কনটেন্ট তৈরি করা প্রথমবারের মতো চ্যালেঞ্জিং হলেও ভিজ্যুয়াল দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ।”
কৌশলমের প্রতিষ্ঠাতা মৃণালিকা জৈন ভরদ্বাজ বলেন, “এই সহযোগিতা লোকশিল্পকে নতুন ভাষা দিচ্ছে। কেতলিগুলি শুধু ব্যবহারযোগ্য নয়—এগুলি একেকটি ক্যানভাস, যেখানে ধরা পড়ছে গল্প।”