Home খবর দেশ উজ্জ্বলা যোজনায় গ্যাস ভর্তুকি বাড়ল, প্রযুক্তি শিক্ষায় নতুন ‘MERITE’ প্রকল্প — কেন্দ্রের...

উজ্জ্বলা যোজনায় গ্যাস ভর্তুকি বাড়ল, প্রযুক্তি শিক্ষায় নতুন ‘MERITE’ প্রকল্প — কেন্দ্রের একাধিক বড় সিদ্ধান্ত

ujala gas and pm modi

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রথমত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র সুবিধাভোগীদের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে প্রতি রিফিলে ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে সর্বাধিক ৯টি রিফিলে এই ভর্তুকি মিলবে (৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে অনুপাতে প্রযোজ্য)। এই ভর্তুকির জন্য খরচ হবে প্রায় ১২,০০০ কোটি টাকা। বর্তমানে সারা দেশে প্রায় ১০.৩৩ কোটি উজ্জ্বলা সংযোগ রয়েছে।

২০১৬ সালের মে মাসে চালু হওয়া এই প্রকল্পের আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগ, প্রথম রিফিল এবং চুলা দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামার প্রভাব থেকে গরিব পরিবারের মহিলাদের সুরক্ষা দিতে ২০২২ সালে প্রথমে ২০০ টাকা ভর্তুকি চালু হয়, পরে ২০২৩ সালের অক্টোবরে তা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়।

দ্বিতীয়ত, তিনটি সরকারি তেল বিপণন সংস্থা—আইওসিএল, বিপিসিএল ও এইচপিসিএল-কে গৃহস্থালি এলপিজি বিক্রিতে ক্ষতির জন্য মোট ৩০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি ১২ কিস্তিতে পরিশোধ করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের ওপর চাপ না বাড়ানোর জন্য এই ক্ষতি হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।

তৃতীয়ত, মন্ত্রিসভা ‘MERITE’ (Multidisciplinary Education and Research Improvement in Technical Education) নামে একটি নতুন কেন্দ্রীয় প্রকল্প অনুমোদন করেছে। ২০২৫-২৬ থেকে ২০২৯-৩০ পর্যন্ত পাঁচ বছরে ২৭৫টি সরকারি বা সরকার-সহায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান—যার মধ্যে ১৭৫টি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ১০০টি পলিটেকনিক রয়েছে—এই প্রকল্পের আওতায় আসবে। এর জন্য ৪,২০০ কোটি টাকা বরাদ্দ হবে, যার মধ্যে ২,১০০ কোটি টাকা ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। এর ফলে প্রায় ৭.৫ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবে।

শেষে, অসম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ-এর আওতায় নতুন চারটি প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র। এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৪,২৫০ কোটি টাকা

এই সব সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্র একদিকে গরিব পরিবারকে রান্নার গ্যাস সাশ্রয়ী রাখতে, তেল বিপণন সংস্থার আর্থিক স্থিতি বজায় রাখতে এবং অন্যদিকে প্রযুক্তি শিক্ষার মানোন্নয়ন ও উত্তর-পূর্ব রাজ্যের উন্নয়নকে গতিশীল করতে পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version