গোটা বিশ্বের মানুষকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আর ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ ইন ক্যানসার বা আইএআরসি মিলে হেপাটাইটিস ডি সংক্রমণকে ক্যানসার সৃষ্টিকারী বলে ঘোষণা করেছে। অচেনা অজানা ভাইরাল সংক্রমণ হল হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডিকে কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টিকারী বলে ঘোষণা করা হয়েছে।
হেপাটাইটিস এ, বি, সি, ডি আর ই, ৫ রকমের ভাইরাল হেপাটাইটিস সংক্রমণে লিভারের সমস্যা হয়। হেপাটাইটিস বি, সি আর ডি’র সংক্রমণের কারণে সিরোসিস, লিভার ফেলিওর, লিভার ক্যানসার হয়।
হু’র অধিকর্তা ট্রেডস আধানম ঘেব্রেইয়েসাস জানান, প্রতি ৩০ সেকেন্ডে বিশ্বে কেউ না কেউ লিভারের অসুখ বা লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
তবে আমাদের যে কোনো ভাবে হেপাটাইটিস প্রতিরোধ করতে হবে। আইএআরসি’র তথ্য অনুযায়ী, হেপাটাইটিস ডি সংক্রমিত বেশি হয় হেপাটাইটিস বি আক্রান্তদের। শুধু হেপাটাইটিস বি আক্রান্তদের তুলনায় লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। গোটা বিশ্বে ৪ কোটি ৮০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন হেপাটাইটিস ডি সংক্রমণে। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস ডি সংক্রমণে মিলে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২০% বেশি। গোটা বিশ্বের মধ্যে আফ্রিকা, এশিয়া, আমাজন অঞ্চল আর ভারতে হেপাটাইটিস ডিয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। ২০২৪ সালে হু’র রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বের মধ্যে ভারতেই রয়েছে ১১.৬% হেপাটাইটিস ডি সংক্রমিত রোগী।
আরও পড়ুন: রোজ একটা ডায়েট পানীয়তেই বিপদ! বাড়ছে ডায়াবেটিস, হার্ট ডিজিজ ও ডিমেনশিয়ার ঝুঁকি