Homeশিল্প-বাণিজ্যটেট ২০২৩: আইনি জটিলতা না মেটা পর্যন্ত ফলপ্রকাশ সম্ভব নয়, জানিয়ে দিলেন...

টেট ২০২৩: আইনি জটিলতা না মেটা পর্যন্ত ফলপ্রকাশ সম্ভব নয়, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

প্রকাশিত

কলকাতা: ২০২৩ সালের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট)-এর ফল এখনও প্রকাশিত হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২০১৭ এবং ২০২২ সালের টেটের আইনি জটিলতা না মেটা পর্যন্ত ২০২৩ সালের ফলপ্রকাশ সম্ভব নয়।

পর্ষদ সভাপতি বলেন, “বিভিন্ন আইনি বাধ্যবাধকতার কারণে ফলপ্রকাশে দেরি হচ্ছে। ২০১৭ এবং ২০২২ সালের টেটের প্রশ্ন নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। ওই সমস্যাগুলি না মিটিয়ে ২০২৩ সালের ফল প্রকাশ করা যাবে না।”

২০১৭ এবং ২০২২ সালের টেট নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে পর্ষদ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। অভিযোগ রয়েছে, ২০১৭ সালের টেটে ২৩টি এবং ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগগুলির বিষয়ে বিশদে রিপোর্ট দেবে কমিটি। এছাড়া, ২০২৩ সালের টেটের প্রশ্ন নিয়েও মামলা হয়েছে। পর্ষদ এই বিষয়েও আইনি পরামর্শ নিচ্ছে।

২০২৩ সালের টেট হয় ২৪ ডিসেম্বর। ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দেন ২ লক্ষ ৭২ হাজার জন। উত্তরপত্র প্রকাশ করা হয় ৭ মে, এবং পরীক্ষার্থীদের প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয় ১০ মে থেকে ৯ জুন পর্যন্ত।

পরীক্ষার্থীরা আশা করেছিলেন দ্রুত ফল প্রকাশ হবে, কিন্তু বছর ঘুরতে চললেও এখনও তা সম্ভব হয়নি। এরই মধ্যে আইনি জটিলতা এবং নিয়োগ প্রক্রিয়ায় দেরির কারণে ২০২৪ সালের টেটও বাতিল করা হয়েছে।

২০২৩ সালের টেটে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। পর্ষদের মতে, এ বছর শুধু ডিএলএড উত্তীর্ণ প্রার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন, যার ফলে পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে।

পর্ষদের তরফে জানানো হয়েছে, আইনি সমস্যা মিটলেই ফলপ্রকাশ করা হবে। তবে এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা হতাশ এবং দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।