Homeশিল্প-বাণিজ্যপ্রভিডেন্ট ফান্ডে ২০২৫ থেকে কার্যকর হচ্ছে নতুন এই ৫ নিয়ম

প্রভিডেন্ট ফান্ডে ২০২৫ থেকে কার্যকর হচ্ছে নতুন এই ৫ নিয়ম

প্রকাশিত

কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) নিজের সদস্যদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে, যা ২০২৫ সাল থেকে কার্যকর হবে। এই পরিবর্তনগুলির মূল উদ্দেশ্য হল প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টধারীদের জন্য আরও সুবিধাজনক পরিষেবা দেওয়া এবং অবসরকালীন সঞ্চয় ব্যবস্থাপনা সহজ করা। নতুন নিয়মগুলি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের কর্মচারীদের উপকৃত করবে।

১. কর্মচারীর অবদানের সীমায় পরিবর্তন

বর্তমানে কর্মচারীরা তাঁদের বেসিক বেতনের ১২ শতাংশ পিএফ তহবিলে জমা করে থাকেন। তবে, নতুন প্রস্তাব অনুযায়ী, কর্মচারীরা তাঁদের প্রকৃত বেতনের ভিত্তিতে অবদান রাখতে পারবেন। এর ফলে কর্মচারীরা আরও বেশি অবসরকালীন সঞ্চয় গড়ে তুলতে পারবেন এবং অবসর নেওয়ার পর তাঁদের পেনশনও বৃদ্ধি পাবে।

২. এটিএম থেকে পিএফ টাকা তোলা

২০২৫-২৬ অর্থবর্ষ থেকে ইপিএফও সদস্যরা এটিএম কার্ড ব্যবহার করে নিজের পিএফ ফান্ড থেকে টাকা তুলতে পারবেন। এই পরিষেবা চালু হলে সদস্যরা যে কোনও সময়, যে কোনও স্থান থেকে সহজেই টাকা তুলতে পারবেন। ফলে সাত থেকে দশ দিন অপেক্ষা না করেই পিএফের টাকা হাতে পাওয়া যাবে।

৩. তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন

নিজের আইটি পরিকাঠামো উন্নত করছে ইপিএফও। এতে পিএফ দাবি নিষ্পত্তি আরও দ্রুত ও স্বচ্ছ হবে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এই আপগ্রেড সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সদস্যরা দ্রুত অর্থপ্রাপ্তি, আরও সুরক্ষা এবং প্রতারণার ঝুঁকি কমাতে পারবেন।

৪. ইকুইটি বিনিয়োগের সুযোগ

এখন ইটিএফ-এর বাইরে সরাসরি ইকুইটিতে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা ভাবছে এপিএফও। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে সদস্যরা তাঁদের তহবিল আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন এবং সম্ভাব্য বেশি আয় লাভ করতে পারবেন।

৫. ব্যাঙ্ক থেকে পেনশন তোলার সুবিধা

পেনশনভোগীদের জন্য একটি বড় পরিবর্তন আনতে চলেছে ইপিএফও। নতুন নিয়ম অনুযায়ী, পেনশনভোগীরা যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশন তুলতে পারবেন। এর জন্য অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হবে না, ফলে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।

এই নতুন পরিবর্তনগুলি ইপিএফ সদস্যদের জন্য আরও সুবিধাজনক ও কার্যকর পরিষেবা নিশ্চিত করবে বলেই আশা করা যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।