Homeশিল্প-বাণিজ্যভারতীয় পণ্যে ২৫% শুল্ক বসালেন ট্রাম্প! টাকার পতন, শেয়ার বাজারে ধাক্কা, আর...

ভারতীয় পণ্যে ২৫% শুল্ক বসালেন ট্রাম্প! টাকার পতন, শেয়ার বাজারে ধাক্কা, আর কী হতে পারে আগামী দিনে?

প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় কার্যত কেঁপে উঠেছে ভারতীয় বাজার। ট্রাম্প জানিয়েছেন, এই শুক্রবার থেকেই কার্যকর হতে চলেছে ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর ২৫% আমদানি শুল্ক। ট্রাম্পের অভিযোগ, ভারত এমন অনেক নিয়ম-কানুন চালু রেখেছে, যা পণ্যের দামের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু আমেরিকার কোম্পানিগুলোর জন্য ভারতে ব্যবসা করা কঠিন করে তোলে। এ ছাড়াও, ভারত আমেরিকায় প্রচুর পণ্য রফতানি করছে, কিন্তু আমেরিকা তুলনায় অনেক কম পণ্য ভারতে পাঠাতে পারছে। ফলে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যে ভারসাম্য নেই, আর তাতেই ক্ষুব্ধ ট্রাম্প।

এই ঘোষণার পরই গিফট নিফটি প্রায় ১৭০ পয়েন্ট হারায়। পাশাপাশি, রেকর্ড পতন হয়েছে ভারতীয় টাকারও—মে মাসের পর এই প্রথম এত বড় পতন হল একদিনে। বুধবার টাকা পৌঁছেছে পাঁচ মাসের সর্বনিম্ন স্তরে।

বাজারে কী প্রভাব পড়বে?

কোটাক মহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি নিলেশ শাহ ইকোনমিক টাইমসকে জানাচ্ছেন, এই সিদ্ধান্ত বাজারের পক্ষে একদমই সুখবর নয়। “যদিও মার্কিন নীতির ভবিষ্যৎ দুর্বোধ্য, তবুও বাজারে আশা ছিল একটা সুবিধাজনক বাণিজ্য চুক্তি হবে,” বলেন তিনি।

তবে শাহ আশাবাদী, দু’পক্ষের মধ্যে সহনশীলতা বজায় থাকলে একটা “TACO” (Trade Agreement on Competitive Offerings) চুক্তি সামনে আসতে পারে। পাশাপাশি, তিনি ভারতের প্রতিযোগিতামূলক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন, “আমাদের প্রকৃত প্রতিরোধ আসছে জিডিপি এবং উৎপাদনশীলতার সীমা থেকে। ভারতকে এই সুযোগে চিনের মতো নিজেকে আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে হবে।”

যেসব পণ্যে প্রভাব পড়তে পারে

বিশেষজ্ঞ গরিমা কাপুর জানাচ্ছেন, এই শুল্কে ভারত পিছিয়ে পড়বে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের মতো প্রতিযোগী দেশের তুলনায়, যাদের পণ্যে কম শুল্ক লাগে আমেরিকায়। বিশেষত ফার্মাসিউটিক্যালস, যা ভারতের মোট রপ্তানির ৩০% মার্কিন বাজারেই যায়—এই খাতে শুল্ক আরোপ হলে বিশাল ধাক্কা লাগতে পারে।

তবে এখনও স্পষ্ট নয় কোন পণ্যগুলির উপর নির্দিষ্ট করে এই শুল্ক বসছে—স্টিল, গাড়ির যন্ত্রাংশ বা ওষুধ—সবই অনিশ্চয়তার মধ্যে।

GDP-তে ধাক্কার সম্ভাবনা

আইসিআরএ-র চিফ ইকনমিস্ট অধিতি নায়ার বলছেন, “আমেরিকা যে হারে শুল্ক এবং জরিমানার হুমকি দিচ্ছে, তাতে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে স্পষ্ট প্রভাব পড়তে চলেছে। ক্ষতির পরিমাণ নির্ভর করছে জরিমানার মাত্রার উপর।” অন্যদিকে কাপুর বলেন, “যদি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে কোনও চুক্তি না হয়, তাহলে পুরো বছরের জিডিপি প্রবৃদ্ধি অন্তত ২০ বেসিস পয়েন্ট কমে যেতে পারে।”

তবে তড়িঘড়ি কোনও খারাপ চুক্তির চেয়ে একটু দেরিতে হলেও ভাল চুক্তি হওয়াকেই শ্রেয় মনে করছেন অনেকেই।

সব মিলিয়ে বাজারের সামনে এখন অনিশ্চয়তা, উদ্বেগ এবং আলোচনার অপেক্ষা—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও যে খবরগুলো পড়তে পারেন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।