মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের উচ্চ শুল্ক নীতি নিয়ে কড়া সমালোচনা করে জানিয়েছেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর শীঘ্রই পাল্টা শুল্ক আরোপ করা হতে পারে। আমেরিকান পণ্যের উপর ভারতের আরোপিত ‘উচ্চ শুল্কের’ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
মার-এ-লাগো-তে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “পাল্টা শুল্ক। ওরা আমাদের উপর শুল্ক আরোপ করলে, আমরাও ওদের উপর একই হারে শুল্ক আরোপ করব। ওরা আমাদের উপর শুল্ক চাপায়, আর আমরা কিছুই চাপাই না। ওরা আমাদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপায়। ভারত এবং ব্রাজিল আমাদের উপর অনেক বেশি শুল্ক আরোপ করে।”
পারস্পরিক নীতির উপর জোর
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “যদি কেউ আমাদের উপর শুল্ক আরোপ করে — যেমন ভারত, তাহলে আমরা কি কিছুই করব না? ওরা একটি সাইকেল পাঠায় আর আমরা একটি সাইকেল পাঠাই, কিন্তু ওরা আমাদের উপর ১০০ বা ২০০ শতাংশ শুল্ক আরোপ করে।”
ট্রাম্পের ভবিষ্যৎ বাণিজ্য সচিব হিসাবে মনোনীত হাওয়ার্ড লুটনিকও এই বিষয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “রেসিপোসিটি বা পারস্পরিক নীতি আমাদের প্রশাসনের অন্যতম প্রধান বিষয় হতে চলেছে।”
ট্রাম্পের এই মন্তব্য ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

