Home শিল্প-বাণিজ্য ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব...

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

0
upi-based-digital-bank

বেঙ্গালুরু: ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর কোরামঙ্গলায় চালু হল দেশের প্রথম পূর্ণাঙ্গ ইউপিআই নির্ভর ব্যাঙ্ক। ফিনটেক সংস্থা স্লাইস (Slice) এই অভিনব ব্যাঙ্কের সূচনা করেছে, যেখানে ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই, এমনকি কাগজপত্রের ব্যবহারও পুরোপুরি বাদ।

এই নতুন ব্যাঙ্কের সব পরিষেবা মিলবে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে। অর্থাৎ, অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা, টাকা তোলা থেকে শুরু করে যাবতীয় লেনদেন হবে ডিজিটাল পদ্ধতিতে।

ব্যাঙ্কে থাকবে ইউপিআই নির্ভর এটিএম এবং আধুনিক ডিজিটাল কিয়স্ক, যেখান থেকে গ্রাহকরা কার্ড ছাড়াই লেনদেন করতে পারবেন। এই ব্যাঙ্কের বিশেষ আকর্ষণ হল রোবট সহযোগী, যারা গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিংয়ে সাহায্য করবে।

ব্যাঙ্কিং চত্বরে থাকবে ট্যাবলেট, যার মাধ্যমে গ্রাহকরা নিজেরাই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া UPI অ্যাপের সাহায্যে QR কোড স্ক্যান করেও ব্যাঙ্কিং কার্যক্রম সম্পন্ন করা যাবে।

স্লাইস ব্যাঙ্কের লক্ষ্য একটাই— আধুনিক প্রজন্মকে লক্ষ্য করে একেবারে ঝামেলাহীন, কাগজবিহীন, কার্ডবিহীন ডিজিটাল ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদান করা।

এই ধরণের ইউপিআই নির্ভর ব্যাঙ্কিং ভারতীয় অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছেন প্রযুক্তি ও অর্থনৈতিক বিশ্লেষকরা। একদিকে যেমন গ্রাহকের সময় বাঁচবে, অন্যদিকে তেমনই নগদে লেনদেনের ঝুঁকিও অনেকটাই কমবে।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

  • কার্ডবিহীন এটিএম
  • কাগজবিহীন অ্যাকাউন্ট খোলা
  • রোবট সহায়তায় ব্যাঙ্কিং
  • ট্যাবলেট-নির্ভর ইন্টারফেস
  • QR কোড স্ক্যান করে টাকা জমা/তোলা

স্লাইসের এই প্রয়াস ভবিষ্যতের ব্যাঙ্কিং পরিষেবার দিশা দেখাতে পারে— এমনটাই মত প্রযুক্তি মহলের।

আরও পড়ুন: ‘বেতনের নয়, মানসিকতার ফাঁদেই আটকে মধ্যবিত্ত’—টাকা নয়, ভাবনার বদলেই মুক্তি বলছেন শ্যাম শেখর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version