ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (Central Drugs Standard Control Organisation – CDSCO) শুক্রবার জানাল, ২০২৬ সালের জানুয়ারির আগেই দেশের সব ওষুধ উৎপাদনকারী সংস্থাকে আন্তর্জাতিক মান (WHO standards) অনুযায়ী উৎপাদন ব্যবস্থায় আনতে হবে।
সম্প্রতি বিষাক্ত কফ সিরাপ সেবনে ২৪ শিশুর মৃত্যু ঘটার পর এই নির্দেশ আরও কঠোরভাবে জারি করা হয়েছে। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক রাজীব সিং রঘুবংশী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১ জানুয়ারি থেকে সংশোধিত ‘Schedule M’ অনুযায়ী সমস্ত প্রস্তুতকারকের ক্ষেত্রে নতুন মান কার্যকর হবে। কোনও কারখানা যদি নিয়ম না মানে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
২০২২-২৩ সালে আফ্রিকা ও মধ্য এশিয়ায় ভারতে তৈরি কফ সিরাপ সেবনে ১৪০-রও বেশি শিশুর মৃত্যু হয়। আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, প্রশ্ন ওঠে ভারতের ওষুধ উৎপাদনের মান নিয়ে। এর পরেই কেন্দ্র সরকার নির্দেশ দেয়, সব ওষুধ কারখানাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র নির্দেশিকা মেনে চলতে হবে।
বড় সংস্থাগুলি ইতিমধ্যেই ২০২৪ সালের জুনের মধ্যে আপগ্রেড সম্পূর্ণ করেছে। তবে ছোট ও মাঝারি সংস্থাগুলিকে দেওয়া হয়েছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা। কিন্তু সাম্প্রতিক শিশুমৃত্যুর ঘটনায় সরকার আর সময় বাড়াচ্ছে না।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে—
- সব ওষুধ প্রস্তুতকারী সংস্থা অবিলম্বে পরিদর্শন করতে হবে।
- নিয়ম না মানলে লাইসেন্স বাতিলসহ কড়া পদক্ষেপ নিতে হবে।
- বিষয়টিকে “টপ প্রায়োরিটি” হিসেবে দেখা হবে।
ছোট ও মাঝারি সংস্থাগুলি বলছে, নতুন মান মেনে চলার খরচ অনেক ছোট কোম্পানিকে দেউলিয়া করে দিতে পারে।
SME Pharma Industries Confederation-এর সম্পাদক জগদীপ সিং বলেন, “গুণমান গুরুত্বপূর্ণ, কিন্তু যদি ওষুধের দামই হাতের নাগালের বাইরে চলে যায়, তাহলে তার অর্থ কী?”
শিল্পমহলের দাবি, খরচ বাড়লে ওষুধের দাম ও কর্মসংস্থান— দুই-ই প্রভাবিত হবে।
তবে স্বাস্থ্য মন্ত্রকের মতে, মান বজায় রাখা ওষুধের নিরাপত্তা ও রপ্তানি মর্যাদার জন্য অপরিহার্য। বিশ্বজুড়ে ভারতের “pharmacy of the world” ভাবমূর্তি রক্ষা করতেই এই কঠোর অবস্থান।
আরও পড়ুন: নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us