Home শিল্প-বাণিজ্য ইচ্ছেমতো নয় ইউপিআই আইডির নাম, বাধ্যতামূলক আসল ব্যাঙ্কিং নাম, নির্দেশ NPCI-র

ইচ্ছেমতো নয় ইউপিআই আইডির নাম, বাধ্যতামূলক আসল ব্যাঙ্কিং নাম, নির্দেশ NPCI-র

0
ইউপিআই

নিজের ইচ্ছা অনুসারে রাখা যাবে না ইউপিআই অ্যাকাউন্টের নাম। নয়া নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) । এই নির্দেশিকা অনুসারে, ব্যাঙ্কিং সিস্টেমে যে নাম নথিভুক্ত রয়েছে, সেটিকেই ইউপিআই অ্যাকাউন্টের আইডির নাম হিসাবে ব্যবহার করতে হবে। এদিকে, আগামী ১৬ জুন ইউপিআই পেমেন্ট হবে দ্রুত। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সার্কুলার জারি করে ঘোষণা করেছে।

লেনদেনের স্ট্যাটাস ও পেমেন্ট রিভার্স গ্রাহকরা তাড়াতাড়ি করতে পারবেন। বর্তমানে লেনদেনের স্ট্যাটাস চেক করতে ৩০ সেকেন্ড সময় লাগে। সেটা ১০ সেকেন্ড সময় লাগবে। ইউপিআই পেমেন্ট রিভার্স করতে বা নিজের অ্যাকাউন্টে ফেরাতে ৩০ সেকেন্ডের বদলে ১০ সেকেন্ড সময় লাগবে। ইউপিআই পেমেন্ট মারফত টাকা পাঠাতে বা রিসিভ করার সময় ৩০ সেকেন্ড সময় কমিয়ে ১৫ সেকেন্ড করা হবে। ঠিকানা ভ্যালিডেট করতে ১৫ সেকেন্ডের বদলে ১০ সেকেন্ডে হয়ে যাবে। গ্রাহকদের ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনে সহায়তা করতে এনপিসিআই ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডরদের সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) –এর পক্ষ থেকে সমস্ত ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেজ (UPI) অ্যাপ্লিকেশনগুলিকে পিয়ার টু পিয়ার অথবা পিয়ার টু মার্চেন্ট লেনদেনের সময় কোর ব্যাঙ্কিং সিস্টেম (CBS) –এ রেকর্ড করা ‘চূড়ান্ত সুবিধাভোগীর নাম’ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, P2P বা P2M ট্রানজ্যাকশনের সময় এবার থেকে ব্যবহারকারীর আসল ব্যাঙ্কিং নাম দেখতে পাওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

একটি বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে NPCI –এর তরফে এটির পূর্ববর্তী নির্দেশিকাগুলির সঙ্গে একটি নতুন নির্দেশিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই নির্দেশিকা অনুসারে, ট্রানজ্যাকশন হিস্ট্রি এবং ট্রানজ্যাকশন কনফার্মেশন স্ক্রিনে শুধুমাত্র প্রাপকদের ব্যাঙ্কে রেজিস্টার্ড অবস্থায় থাকা নাম দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির জন্য এই বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে আগামী ৩০ জুনের মধ্যে নির্দেশিকাটিকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হবে বলেও জানিয়েছে এনপিসিআই। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশিকা বাস্তবায়িত না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version