Homeশিল্প-বাণিজ্যইচ্ছেমতো নয় ইউপিআই আইডির নাম, বাধ্যতামূলক আসল ব্যাঙ্কিং নাম, নির্দেশ NPCI-র

ইচ্ছেমতো নয় ইউপিআই আইডির নাম, বাধ্যতামূলক আসল ব্যাঙ্কিং নাম, নির্দেশ NPCI-র

প্রকাশিত

নিজের ইচ্ছা অনুসারে রাখা যাবে না ইউপিআই অ্যাকাউন্টের নাম। নয়া নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) । এই নির্দেশিকা অনুসারে, ব্যাঙ্কিং সিস্টেমে যে নাম নথিভুক্ত রয়েছে, সেটিকেই ইউপিআই অ্যাকাউন্টের আইডির নাম হিসাবে ব্যবহার করতে হবে। এদিকে, আগামী ১৬ জুন ইউপিআই পেমেন্ট হবে দ্রুত। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সার্কুলার জারি করে ঘোষণা করেছে।

লেনদেনের স্ট্যাটাস ও পেমেন্ট রিভার্স গ্রাহকরা তাড়াতাড়ি করতে পারবেন। বর্তমানে লেনদেনের স্ট্যাটাস চেক করতে ৩০ সেকেন্ড সময় লাগে। সেটা ১০ সেকেন্ড সময় লাগবে। ইউপিআই পেমেন্ট রিভার্স করতে বা নিজের অ্যাকাউন্টে ফেরাতে ৩০ সেকেন্ডের বদলে ১০ সেকেন্ড সময় লাগবে। ইউপিআই পেমেন্ট মারফত টাকা পাঠাতে বা রিসিভ করার সময় ৩০ সেকেন্ড সময় কমিয়ে ১৫ সেকেন্ড করা হবে। ঠিকানা ভ্যালিডেট করতে ১৫ সেকেন্ডের বদলে ১০ সেকেন্ডে হয়ে যাবে। গ্রাহকদের ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনে সহায়তা করতে এনপিসিআই ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডরদের সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) –এর পক্ষ থেকে সমস্ত ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেজ (UPI) অ্যাপ্লিকেশনগুলিকে পিয়ার টু পিয়ার অথবা পিয়ার টু মার্চেন্ট লেনদেনের সময় কোর ব্যাঙ্কিং সিস্টেম (CBS) –এ রেকর্ড করা ‘চূড়ান্ত সুবিধাভোগীর নাম’ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, P2P বা P2M ট্রানজ্যাকশনের সময় এবার থেকে ব্যবহারকারীর আসল ব্যাঙ্কিং নাম দেখতে পাওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

একটি বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে NPCI –এর তরফে এটির পূর্ববর্তী নির্দেশিকাগুলির সঙ্গে একটি নতুন নির্দেশিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই নির্দেশিকা অনুসারে, ট্রানজ্যাকশন হিস্ট্রি এবং ট্রানজ্যাকশন কনফার্মেশন স্ক্রিনে শুধুমাত্র প্রাপকদের ব্যাঙ্কে রেজিস্টার্ড অবস্থায় থাকা নাম দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির জন্য এই বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে আগামী ৩০ জুনের মধ্যে নির্দেশিকাটিকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হবে বলেও জানিয়েছে এনপিসিআই। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশিকা বাস্তবায়িত না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।