Homeশিল্প-বাণিজ্যইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর...

ইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর কড়া নির্দেশিকা

প্রকাশিত

নয়া ইউপিআই নীতি জারি করল এনপিসিআই। ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে নতুন নিয়মাবলি, কার্যকর হবে ১ অগস্ট থেকে। গ্রাহকদের স্বয়ংক্রিয় পেমেন্ট, ব্যালেন্স চেকের মতো একাধিক সুবিধায় আসছে সীমাবদ্ধতা।

বছরের পর বছর ধরে ডিজিটাল লেনদেনে নির্ভরশীল হয়ে পড়া ভারতীয়দের কাছে এবার বড়সড় পরিবর্তন আসছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবস্থায়। কেন্দ্রের নির্দেশে নতুন একটি সার্কুলার জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সেখানে গুগ‌ল পে, ফোনপে-সহ সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ব্যাঙ্ককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— UPI ব্যবস্থায় ১০টি জনপ্রিয় API বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস-কে নিয়ন্ত্রণে আনতে হবে।

এই বিধিনিষেধ কার্যকর করতে হবে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে। এরপর ১ অগস্ট ২০২৫ থেকে দেশের কোটি কোটি ইউপিআই ব্যবহারকারীর জন্য বদলে যাবে একাধিক পরিষেবা ব্যবহারের ধরন।

কী কী পরিবর্তন আসছে ইউপিআই লেনদেনে?

  • অটো পেমেন্ট বা স্বয়ংক্রিয় বিল পেমেন্ট বন্ধ থাকবে ব্যস্ত সময়ে
    🔹 সময়সীমা: সকাল ১০টা – দুপুর ১টা, বিকেল ৫টা – রাত ৯.৩০টা
    🔹 এই সময়সীমার বাইরে অটো পেমেন্ট চালু থাকবে।
  • ব্যালেন্স চেকের ক্ষেত্রে সীমাবদ্ধতা
    🔹 প্রতিটি ব্যবহারকারীর জন্য দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেকের অনুমতি।
    🔹 যদি কেউ একাধিক অ্যাপ (যেমন Paytm, PhonePe) ব্যবহার করেন, সম্মিলিতভাবে ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে।
  • প্রতি দিন সর্বাধিক ২৫ জনকে পেমেন্ট পাঠানোর অনুমতি
    🔹 এটি মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত UPI কনট্যাক্ট তালিকা অনুযায়ী কার্যকর হবে।
  • লেনদেনের অবস্থা জানার জন্যও নির্দিষ্ট সীমা নির্ধারিত হচ্ছে।
    🔹 নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যকবারই ব্যবহার করা যাবে।

নির্দেশ লঙ্ঘনে শাস্তির বিধান

NPCI-এর ২১ মে তারিখের সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, এই নির্দেশ মানা না হলে ব্যাঙ্ক বা পেমেন্ট প্রোভাইডারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি গ্রাহকদের ইউপিআই পরিষেবা স্থগিত করা বা জরিমানা করা হতে পারে।

পেমেন্ট সংস্থাগুলির জন্য ‘মুচলেকা’ বাধ্যতামূলক

৩১ অগস্টের মধ্যে প্রত্যেক পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে NPCI-র কাছে জমা দিতে হবে একটি মুচলেকা (declaration)। সেখানে প্রতিটি API-এর সীমাবদ্ধতা, সুরক্ষা ও ব্যবহারের পরিসংখ্যান জানাতে হবে।

কেন এই সিদ্ধান্ত?

NPCI-র বক্তব্য, দিনে কোটি কোটি ইউপিআই লেনদেন হয় ভারতে। এর মধ্যে অযাচিত অনুরোধ, সার্ভার লোড ও অতিরিক্ত API ব্যবহার অনেক সময় ব্যাঙ্কিং সিস্টেমকে ধাক্কা দেয়। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

সাধারণ গ্রাহকদের করণীয়:

  1. যাঁরা অটো পেমেন্ট ব্যবহার করেন, তাঁদের সময়মতো সেটিংস আপডেট করে নিতে হবে।
  2. ব্যালেন্স চেক বা পেমেন্ট রিকোয়েস্ট যেন সীমার মধ্যে থাকে, তা নজরে রাখতে হবে।
  3. যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট অ্যাপের কাস্টমার কেয়ার অথবা ব্যাঙ্কের সহায়তা নিতে হবে।

এই নির্দেশ কার্যকর হলে ইউপিআই লেনদেনে গতি কিছুটা শ্লথ হলেও, সার্বিক সুরক্ষা ও স্থায়িত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এই পরিবর্তন গ্রাহকদের কতটা প্রভাবিত করবে, তা দেখা যাবে আগামী দিনে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।

পূর্ব ভারতে পদার্পণ, কলকাতায় আঞ্চলিক দফতর খুলল গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স

গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স এবার পূর্ব ভারতের বাজারে। কলকাতায় আঞ্চলিক দফতর চালু করে ২০২৬ সালের মধ্যে ৫ হাজার গ্রাহক ও ১ হাজার এজেন্ট গড়ার লক্ষ্য।

সুদূর মেলবোর্নে দেবীপক্ষের নবযুগ! দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবছর দুর্গাপুজোয় অভাবনীয় ঘটনা। শতাব্দী প্রাচীন রীতি ভেঙে প্রথমবার পৌরহিত্য করবেন এক মহিলা পুরোহিত, ডক্টর মধুমতী চট্টোপাধ্যায়।

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন

পূর্ব ভারতে পদার্পণ, কলকাতায় আঞ্চলিক দফতর খুলল গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স

গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স এবার পূর্ব ভারতের বাজারে। কলকাতায় আঞ্চলিক দফতর চালু করে ২০২৬ সালের মধ্যে ৫ হাজার গ্রাহক ও ১ হাজার এজেন্ট গড়ার লক্ষ্য।

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।