Homeশিল্প-বাণিজ্যভাইপো-সহ গৌতম আদানির বিরুদ্ধে কয়েকশ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, মামলা আমেরিকার আদালতে

ভাইপো-সহ গৌতম আদানির বিরুদ্ধে কয়েকশ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, মামলা আমেরিকার আদালতে

প্রকাশিত

নিউ ইয়র্কের একটি জেলা আদালত আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানি এবং তার সংস্থার আরও কয়েকজন উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে বিলিয়ন ডলারের প্রতারণা এবং ঘুষ কেলেঙ্কারির অভিযোগ এনেছে। অভিযোগ অনুযায়ী, তারা ভারত সরকারের সোলার এনার্জি চুক্তি পেতে প্রায় ২,৬৫০ লক্ষ ডলার ঘুষ দিয়েছেন।

৬২ বছর বয়সী গৌতম আদানি এবং তাঁ সংস্থার সাতজন উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে ‘সিকিউরিটিজ ফ্রড’ এবং ‘ওয়্যার ফ্রড’-এর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত সরকারের সোলার এনার্জি কর্পোরেশনের (SECI) সঙ্গে ১২ গিগাওয়াট সোলার বিদ্যুৎ সরবরাহ চুক্তি পাওয়ার জন্য এই ঘুষ দেওয়া হয়।

আমেরিকার আইনজীবীরা জানিয়েছেন, আদানি এবং তাঁর সহযোগীরা মিথ্যা তথ্য ব্যবহার করে আমেরিকার বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েকশ কোটি ডলার তুলেছেন। পাশাপাশি, ভারতীয় সরকারি চুক্তি পেতে ঘুষ দিয়ে নিজেদের সংস্থার মুনাফা বাড়িয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ২০ বছরে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা অর্জনের সম্ভাবনা ছিল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, “অভিযুক্তরা একটি জটিল ষড়যন্ত্র তৈরি করে মার্কিন আর্থিক বাজারের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছেন এবং বিশ্ব জুড়ে বিনিয়োগকারীদের ঠকিয়েছেন।”

যাঁদের বিরুদ্ধে অভিযোগ

  • গৌতম আদানি: আদানি গ্রুপের চেয়ারম্যান।
  • সাগর আর আদানি: গৌতম আদানির ভাইপো এবং আদানি গ্রিন এনার্জির নির্বাহী পরিচালক।
  • ভিনীত এস জৈন: আদানি গ্রিন এনার্জির প্রাক্তন সিইও।

এই মামলায় এফবিআই, ডিওজে এবং এসইসির যৌথ তদন্তে উঠে এসেছে যে, ঘুষের তথ্য গোপন করে আদানি গ্রুপ বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়েছেন। এফবিআই জানিয়েছে, ঘুষের পরিমাণ এবং এর বিশদ সংক্রান্ত তথ্য আদান-প্রদান করা হয় মোবাইল ফোন এবং বিভিন্ন গোপন নথির মাধ্যমে।

আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে, এটি “মিথ্যা এবং ভিত্তিহীন”। তবে এই অভিযোগের ফলে আদানি গ্রুপের শেয়ারের মূল্য বেশ কয়েকবার নিম্নমুখী হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) এই মামলায় আর্থিক জরিমানা এবং অন্যান্য শাস্তি আরোপের দাবি জানিয়েছে। পাশাপাশি, মার্কিন আদালতে আদানি এবং তার সহযোগীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।