Home সংস্কৃতি আইসিসিআর-এ চলছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত ৭ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

আইসিসিআর-এ চলছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত ৭ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

0
প্রদর্শনীর উদ্বোধন। ছবি: শ্রয়ণ সেন।

কলকাতা: দেখতে দেখতে ৭ম বর্ষে পা দিল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব (সিজেসি) আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। অন্যান্য বারের মতো এ বারেও এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কলকাতার হো চি মিন সরণিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস তথা আইসিসিআর-এ।

আইসিসিআর-এর নন্দলাল বসু আর্ট গ্যালারি এবং যামিনী রায় আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী চলছে। শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করল আলোকচিত্র প্রদর্শনী সংক্রান্ত ক্লাবের কোর টিম। কোর টিম অর্থে ক্লাবের সেই সব উদ্যমী সদস্য, যাঁরা উদয়াস্ত পরিশ্রম করে এই প্রদর্শনীকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই প্রদর্শনী চলবে আগামী রবিবার ১৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনী প্রসঙ্গে ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন জানালেন, এই প্রদর্শনী আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক। ভারত ও প্রতিবেশী দেশ বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ থেকে আলোকচিত্রীরা এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন। এ বারের প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৭৯ জন আলোকচিত্রীর ৪৩৯টি ছবি। বিভিন্ন কারণে আরও অংসখ্য ছবিকে এই প্রদর্শনীতে জায়গা করে দেওয়া যায়নি।

cjc photo 1

ক্লাব আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত ছবিগুলির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। প্রদর্শিত ছবিগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলি ওয়াইল্ড লাইফ, নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, পিপল অ্যান্ড স্ট্রিট এবং মোনোক্রম। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া চতুর্থ থেকে দশম স্থানাধিকারী পাবেন মেডেল। চারটি বিভাগ মিলিয়ে সেরার সেরার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

সিজেসির প্রদর্শনী প্রসঙ্গে ক্লাবের কর্মসমিতির বর্ষীয়ান সদস্য শম্ভু সেন বলেন, “এই প্রদর্শনীর একটি উদ্দেশ্য যাঁরা ফোটোগ্রাফিতে হাত পাকাচ্ছেন তাঁদেরও উৎসাহিত করা। অনেকের মনে হতে পারে, এমন কিছু ছবিকে জায়গা দেওয়া হয়েছে, যেগুলো হয়তো প্রদর্শনীতে ঠাঁই পাওয়ার যোগ্য নয়, কিন্তু তাঁদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। এখন যিনি সাধারণ ছবি তুলছেন, কে বলতে পারে কয়েক বছর বাদে তাঁর হাত দিয়েই অসাধারণ কিছু ছবি উঠে আসবে না!”

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি প্রান্তিক সেন এবং সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, চিত্রগ্রাহক থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ক্লাবের দুই সহ-সভাপতি নরেশ মণ্ডল ও পূর্ণেন্দু চক্রবর্তী, দুই সহ-সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু এবং ক্লাবের সদস্য পঙ্কজ চট্টোপাধ্যায়, তরুণ রায়, শাকিলা খাতুন, অজন্তা চৌধুরী, দীপা চন্দ, প্রলয় চট্টোপাধ্যায়, পঞ্চানন ঘোষাল, আশিস বন্দ্যোপাধ্যায়, অর্ণব সাউ, সংগীতা চৌধুরী, শিখা দেব, শ্রয়ণ সেন, অম্লান বিশ্বাস, সোমা বন্দ্যোপাধ্যায়, শান্তি চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী ও অন্যরা।

আরও পড়ুন

প্রভা খৈতান ফাউন্ডেশনের বসন্ত পঞ্চমীর অনুষ্ঠানে শুভা মুদগলের সংগীত পরিবেশন  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version