অজন্তা চৌধুরী
প্রভা খৈতান ফাউন্ডেশন প্রতি বছরের মতো এ বারও পালন করল বসন্ত পঞ্চমী। বলরাম বোস ঘাট রোডে ফাউন্ডেশনের অফিসে এই উৎসব পালিত হয়।
বাগদেবীর আরাধনার পর ফাউন্ডেশনের জয় হিন্দ ভবনে অনুষ্ঠিত হল পদ্মশ্রী শুভা মুদগলজির বিশেষ শাস্ত্রীয় সংগীতের উপস্থাপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভা খৈতান ফাউন্ডেশনের একজিকিউটিভ ট্রাস্টি অনিন্দিতা চ্যাটার্জি, ‘এহসাস উইমেন অফ কলকাতা’র মলিকা বর্মা, গৌরী বসু, সুবোধ সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সংস্থার পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন মলিকা ভর্মা। সম্প্রতি আমরা হারিয়েছি বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী রাশিদ খান এবং সাহিত্যিক উষাকিরণ খানকে। অনুষ্ঠানের শুরুতেই তাঁদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
‘সরস্বতী বন্দনা’ দিয়ে শিল্পী শুভা মুদগল তাঁর সংগীত পরিবেশনা শুরু করেন। উত্তরপ্রদেশের ইলাহাবাদে জন্ম এই সংগীতশিল্পীর। এ দিন নিজের জন্মস্থানের বিশেষ লোকগানও পরিবেশন করেন শুভা মুদগল। তাঁর সংগীত উপস্থাপনায় বার বার ফিরে ফিরে আসছিল বসন্ত। মুদগলজি তাঁর পরিবেশনায় শ্রোতা-দর্শকদের আবিষ্ট করে রাখেন।
এ দিনের অনুষ্ঠানে শুভা মুদগলজির পরে সংগীত পরিবেশন করেন পায়েল কর। তাঁর পরিবেশনায় ছিল নজরুলগীতি, ভজন ইত্যাদি। তাঁর উপস্থাপনাও উপভোগ করেন শ্রোতা-দর্শকরা।
আরও পড়ুন
এই ৮ টি ব্র্যান্ড থেকে ৪৫০ টাকার মধ্যে নিতে পারেন পছন্দের ব্যাগি ফিট টি-শার্ট