Homeসংস্কৃতিআবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি অঞ্চলের এলাকাবাসী দেখিয়ে দিল।

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি অঞ্চলের এলাকাবাসী দেখিয়ে দিল। প্রথম বছর আবৃত্তি, সঙ্গীত ও বসে আঁকো প্রতিযোগিতায় উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপিত হল। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, গান ও চিত্রশিল্পে সন্তানদের উৎসাহিত করার জন্য অভিভাবকদের কুর্নিশ জানাতে হয়।

সম্প্রতি পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘ আয়োজিত দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় শ’দুয়েক প্রতিযোগী যোগ দেয়। প্রথম দিনে ছিল আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন সকালে ছিল এম আর বাঙুর হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও দুপুরে ‘বসে আঁকো প্রতিযোগিতা’।

চলছে আবৃত্তি প্রতিযোগিতা। বিচারকের আসনে বরুণ চক্রবর্তী, পাপিয়া মিত্র ও গৌরীশঙ্কর মুখোপাধ্যায়।

বহু মানুষ নিজস্ব দায়বদ্ধতা থেকে রক্তদান করতে এগিয়ে আসেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফল প্রতিযোগীকে পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়। বিশেষভাবে উল্লেখ্য, শিশু বা কিশোর প্রতিযোগীর সঙ্গে বেশ কয়েক জন মা-ও আবৃত্তি প্রতিযোগিতায় সর্বসাধারণ বিভাগে নাম লেখান । 

দু’দিনের এই অনুষ্ঠান এক আনন্দঘন আবহাওয়ার সৃষ্টি করে। আবৃত্তি বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছিল। ‘ক’ বিভাগে সফল নিলিজা সরকার (প্রথম), সংস্কৃতি চক্রবর্তী (দ্বিতীয়) ও ঈশিতা বিশ্বাস (তৃতীয়)। ‘খ’ বিভাগে যথাক্রমে অরুণিমা সাহা (প্রথম), অঙ্কলিকা বটব্যাল (দ্বিতীয়) ও স্নিগ্ধা সাহা (তৃতীয়)। ‘গ’  বিভাগে সঞ্চিতা বটব্যাল (প্রথম), অন্নপূর্ণা নন্দী (দ্বিতীয়) ও স্বপ্নন রায় (তৃতীয়)। বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক বরুণ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক ও কবি পাপিয়া মিত্র ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গৌরীশঙ্কর মুখোপাধ্যায়। 

সংগীত-নৃত্যানুষ্ঠান।

রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে রিয়াংশি বসাক (প্রথম), ভিভান রজক (দ্বিতীয়)। ‘খ’ বিভাগে যথাক্রমে সম্বিত পাল (প্রথম), অদ্রিক মণ্ডল (দ্বিতীয়) ও প্রান্তিক দাস (তৃতীয়)। বিচারক ছিলেন প্রতীক কর্মকার ও মহুয়া রায়।

দ্বিতীয় দিনের অঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে সফল প্রতিযোগীরা হল বিভান রাজা (প্রথম), কৃষ্ণা দাস (দ্বিতীয়) ও সমাদৃতা দত্ত (তৃতীয়)। ‘খ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হল অমৃতা বিশ্বাস, সুপর্ণা রায় ও অতৃভা দাস। ‘গ’ বিভাগে যথাক্রমে সন্দীপ বেজ, অবন্তিকা রায় ও প্রিয়াংশী সাহা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। বিচারকের আসন অলংকৃত করেছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজের অধ্যাপক ও বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন কুমার মল্লিক।

সফল প্রতিযোগীদের দেওয়া হল শংসাপত্র।

দেশের ৭৯তম স্বাধীনতা দিবসকে স্মরণ করে ও আসন্ন দুর্গাপুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে সংস্থার এই মহতী উদ্যোগকে সাধুবাদ দিতে হয়। 

উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও পৌরপিতা বিশ্বজিৎ মণ্ডল, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব পিন্টু বিশ্বা-সহ নানা গুণীজন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী শ্রাবণী দত্ত ও ঝুমা চৌধুরী।

ছবি: প্রতিবেদক 

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘অবসরে’ গোড়ার কথা তুলে ধরে আহিরীটোলা যুবকবৃন্দে ‘রোশনাই’ ছড়াতে প্রস্তুত শিল্পী বিমল সামন্ত

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

সাবর্ণ সংগ্রহশালায় ‘নন্দন’ সংক্রান্ত প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার, চলবে শুক্রবার পর্যন্ত  

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক কেন্দ্র ‘নন্দন’-এর ৪০ বছর পূর্ণ হতে...

সহযোগিতা আরও বাড়াতে সাবর্ণ সংগ্রহশালা, নিউ আলিপুর কলেজের মধ্যে মৌ সই  

খবর অনলাইন ডেস্ক: নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সাবর্ণ...