Homeগান-বাজনারস মগন মিউজিক অ্যাকাডেমি আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান কলাকুঞ্জে  

রস মগন মিউজিক অ্যাকাডেমি আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান কলাকুঞ্জে  

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার সন্ধ্যায় কলামন্দির সভাগৃহের কলাকুঞ্জ হলে এক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল রস মগন মিউজিক অ্যাকাডেমি।

শাস্ত্রীয় সংগীতের কালজয়ী শিল্পী পদ্মবিভূষণ বাবা আব্দুল রাশিদ খান এবং পণ্ডিত চিন্ময় লাহিড়ীকে স্মরণ করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। তাঁদের ছবিতে মাল্যদান করেন তাঁদের যোগ্য উত্তরসূরি পণ্ডিত শুভময় ভট্টাচার্য ও প্রথিতযশা সংগীতজ্ঞ ও মিউজিক কম্পোজার শ্রী দুর্বাদল চ্যাটার্জি।  

সরোদ বাদন পরিবেশন করছেন রণজিৎ সেনগুপ্ত। তবলায় সমীর নন্দী।

প্রথমেই সংগীত পরিবেশ্ন করেন পূবালিকা ভট্টাচার্য মৈত্র ও সঞ্চারী চৌধুরী।   তাঁদের দ্বৈত পরিবেশন ছিল রাগ পুরিয়া ধনশ্রী উপরে। প্রথমে একতাল বিলম্বিত, একতাল দ্রুত এবং পরে একটি তারানা, তিনতালে নিবদ্ধ ছিল তাঁদের সংগীত পরিবেশন। প্রাচীন কালের বান্দিশ এবং আব্দুল রাশিদ খানের বান্দিশে দুই শিল্পী গোটা সভাগৃহকে মোহিত করে রাখেন। হারমোনিয়ামে ওঁদের সঙ্গে সঙ্গত করেন অ্যাকাডেমির গুরু পণ্ডিত শুভময় ভট্টাচার্য। তবলায় ছিলেন রঘুনাথ নন্দী এবং তানপুরায় ছিলেন সমাদৃতা হালদার।

পরের অনুষ্ঠান ছিল শিল্পী রণজিৎ সেনগুপ্তের। তিনি বাজালেন সরোদ, মিয়াঁ মল্লার রাগে। তাঁর অনবদ্য পরিবেশনায় শিল্পী শ্রোতাদের আনন্দ দান করেন। তবলায় সঙ্গত করেন সমীর নন্দী।

সংগীত পরিবেশন করছেন শুভাশিস মুখার্জি। তবলায় অশোক মুখার্জি এবং হারমোনিয়ামে রঞ্জন মুখার্জি।      

শেষ শিল্পী ছিলেন শুভাশিস মুখার্জি, তবলায় সঙ্গত করেন অশোক মুখার্জি। রাগ চাঁদনী কেদার ও পরে রামদাসী মল্লার রাগে সংগীত পরিবেশন করেন শুভাশিস মুখার্জি। ওঁকে হারমোনিয়ামে সাহায্য করেন রঞ্জন মুখার্জি।

শাস্ত্রীয় সংগীত শিক্ষার সঠিক উত্তরাধিকার বজায় রাখার কাজে পণ্ডিত শুভময় ভট্টাচার্য, তাঁর অ্যাকাডেমি এবং তাঁর শিষ্যমণ্ডলী যে ভাবে ব্রতী হয়েছেন, তা সব দিক থেকে ধন্যবাদার্হ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

‘বাঙালির শিল্প ঐতিহ্যের মশাল বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেই,’ টুরিয়া টকসে বললেন সঙ্গীতশিল্পী জয় বড়ুয়া

বাংলার সৃজনশীল ঐতিহ্যকে ‘জেনারেশনাল ওয়েলথ’ বলে অভিহিত করলেন সংগীতশিল্পী জয় বড়ুয়া। তুরিয়া টকসের নতুন সিজনে শিল্প, ঐতিহ্য ও আবেগের কথায় অনুপ্রেরণার ছোঁয়া।

লোকসংগীতের অনন্য ভাণ্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোকগুরু দেব চৌধুরী

খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...