Home নাটক কালীপুজোর সন্ধ্যায় তপন থিয়েটারে মঞ্চস্থ হবে ‘রঙ্গ’-র ‘বিশ্বরূপম’

কালীপুজোর সন্ধ্যায় তপন থিয়েটারে মঞ্চস্থ হবে ‘রঙ্গ’-র ‘বিশ্বরূপম’

0

অজন্তা চৌধুরী

পুনরায় মঞ্চে ফিরছেন নাট্যঅভিনেতা-নির্দেশক কৌশিক কর। ২০১০ সালে মিনার্ভা রেপারেটরি থিয়েটারে তরুণ এই অভিনেতার নাট্যজীবনের সূচনা। ‘রাজা রিয়র’-এর মতো নাটক দিয়ে যাঁর কর্মজীবন শুরু তিনি যে পরবর্তীকালে দর্শককে অনেক মঞ্চসফল নাটক উপহার দেবেন সে কথা তো বলাই বাহুল্য।

কৌশিকের নির্দেশিত ‘মা এক নির্ভীক সৈনিক’, ‘চন্দ্রগুপ্ত’, ‘রাস’, ‘নাটক ফাটক’, ‘বোমা’, ‘হাসুলি বাঁকের উপকথা’, ‘ইঁদুর ও মানুষ’, ‘অটো’ প্রভৃতি নাটকগুলি দর্শকমহলে ব্যাপক সমাদর পেয়েছে। শুধু নাটকই নয়, জি বাঙলা অরিজিনালের সিনেমা, ওয়েবসিরিজ – প্রায় সব মাধ্যমেই কাজ করেছেন এবং করে চলেছেন কৌশিক।

বেশ কিছু দিন পর আবার নাটকে ফিরলেন কৌশিক। কালীপুজোর সন্ধ্যায় (১২ নভেম্বর) তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে তাঁর অভিনীত ও নির্দেশিত নাটক ‘বিশ্বরূপম’। নাট্যদল ‘রঙ্গ’-র এটি প্রথম প্রযোজনা। শুধুমাত্র দর্শককে বিনোদন দেওয়া কিংবা শৌখিন অভিনয়চর্চা নয়, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষিতে বিভ্রান্তকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব দরবারে নতুন দর্শন প্রচার ও প্রসারের মাধ্যম হিসাবে নাটককেই তাঁরা বেছে নিয়েছেন বলে জানালেন কৌশিক।

‘রঙ্গ’-র প্রথম দর্শনমূলক প্রযোজনা দেখতে আসার জন্য নাট্যমোদী দর্শকবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছেন কৌশিক। তাঁর কথায়, বর্তমান যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে ধর্মযাপন, সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে ভীত, সন্ত্রস্ত নাগরিক  জীবনযাপন, মেকি বিপ্লবের বিপরীতে সব আনন্দময় যাপন ও বিশ্বদরবারে মাথা উঁচু  করে টিকে থাকা ও এগিয়ে চলার নতুন জীবনদর্শনই এই নাটকের উপজীব্য। দর্শকদের উৎসাহ তাঁদের নতুন পথের পাথেয় বলে মনে করেন কৌশিক। তাই নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতি একান্তই কাম্য বলে জানালেন ‘রঙ্গ’-র কর্ণধার।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ‘দ্য রেলওয়ে মেন’-এর টিজার, ভোপালের গ্যাস দুর্ঘটনার গল্প দেখা যাবে সিরিজে 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version