Homeগান-বাজনাসুর-তাল-ছন্দে কোচবিহারের সুরমালঞ্চ মিউজিক কলেজের রবীন্দ্রজয়ন্তী উদযাপন

সুর-তাল-ছন্দে কোচবিহারের সুরমালঞ্চ মিউজিক কলেজের রবীন্দ্রজয়ন্তী উদযাপন

প্রকাশিত

অজন্তা চৌধুরী

প্রতি বছরের মতো এ বারেও কোচবিহারের সুরমালঞ্চ মিউজিক কলেজ পালন করল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। কবির ১৬৩তম জন্মদিবস উপলক্ষ্যে কলেজের ক্লাসঘরে অনাড়ম্বর ঘরোয়া পরিবেশে আয়োজিত হয়েছিল এক অনুষ্ঠান। ফুলের মালায় কবির ফটো সাজানো হয়। জ্বালানো হয় প্রদীপ-ধূপ। অনুষ্ঠান শুরু হয় ছোটোদের সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মধ্য দিয়ে।

প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট তথা সংগীতশিক্ষিকা সুদেষ্ণা চৌধুরী, প্রিন্সিপাল তথা তবলাশিক্ষক অমলেশ চৌধুরী, গিটারশিক্ষক অজয় পাল, আবৃত্তিশিক্ষক অসীম কুণ্ডু,  নৃত্যশিক্ষিকা অঙ্কিতা মুখোপাধ্যায় ও ঋতুপর্ণা চক্রবর্তীর তত্ত্বাবধানে কচিকাঁচাদের কবিপ্রণামে এ দিনের সকালটি আনন্দমুখর হয়ে ওঠে। অবশ্য এখানকার গিটার শিক্ষার্থীরা কেউই অল্পবয়সি নন।

অদৃজা কুণ্ডুর ‘আর নাই যে দেরী’, ঋতুশ্রী মণ্ডলের ‘খরবায়ু বয় বেগে’, রাজর্ষি বর্মণের ‘প্রভু আমার, প্রিয় আমার’ এবং বড়োদের সমবেত কন্ঠে পরিবেশনা ‘হে নূতন’ শ্রোতা-দর্শকের মন কেড়ে নেয়।

ছোট্ট ছোট্ট বাচ্চাদের একক ও সমবেত নাচের ছন্দ ছিল বেশ নয়নাভিরাম। ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘নীল দিগন্তে ওই’, ‘সজনী সজনী রাধিকা লো’, ‘সুন্দরী রাধে’, ‘আমরা নূতন যৌবনেরই দূত’ ইত্যাদি গানের পরিবেশনা বেশ ভালো লাগে সকলের। অভিভাবিকাদের সমবেত প্রয়াস ‘প্রেমের জোয়ারে’ নৃত্যটি ছিল বেশ অভিনব।

আবৃত্তি করে নাইমা পারভিন (‘হাট’), দেবায়ন দত্ত (‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ ও ‘একদিন রাতে আমি’) এবং সহজ পাঠ থেকে ছোট্ট সমদর্শী চৌধুরী ‘আলো হয়, গেল ভয়’। সকলেরই পরিবেশনা বেশ সুন্দর ছিল। অবশ্যই ভালো লাগে সম্মেলক আবৃত্তি ‘এক গাঁয়ে’।

গিটারে মিনতি পাল ‘হে নূতন’, নিবেদিতা গোস্বামী ‘গোপন কথাটি’, অরূপা সাহা ‘আগুনের পরশমণি’ এবং শুভা চৌধুরী ‘আজি প্রণমি তোমারে’ ও ‘আমার মুক্তি আলোয় আলোয়’ বাজিয়ে সকলের মন ভরিয়ে দেন।

প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই যোগ দেওয়ায় অনুষ্ঠান দীর্ঘায়িত হয় বটে, তবে কেউই কিন্তু ধৈর্য্য হারাননি। সকলেই মন দিয়ে উপভোগ করেছেন সুর-তাল-ছন্দে মোড়া সমগ্র অনুষ্ঠানটি। পঞ্চাশ ছুঁই ছুঁই এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেবে, কোচবিহারবাসীরা এ আশা করতেই পারেন।

আরও পড়ুন

রক্তঝরা ১৯ মে, বাংলা ভাষার মর্যাদার দাবিতে প্রাণ দিয়েছিলেন কমলারা  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্প, সঙ্গীত ও বস্ত্রবয়নের মেলবন্ধনে অনুষ্ঠিত হল ‘ফেব্রিক অফ মিউজিক’

বালিগঞ্জের দাগা নিকুঞ্জে অনুষ্ঠিত ‘Fabric of Music’ ফেস্টিভ্যালে সংগীত, টেক্সটাইল ঐতিহ্য ও শিল্পচর্চার অনন্য মেলবন্ধন। সরোদশিল্পী সৌমিক দত্তের পরিবেশনা ও কর্মশালায় সুর ও বস্ত্রের যুগলবন্দি।

‘বাঙালির শিল্প ঐতিহ্যের মশাল বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেই,’ টুরিয়া টকসে বললেন সঙ্গীতশিল্পী জয় বড়ুয়া

বাংলার সৃজনশীল ঐতিহ্যকে ‘জেনারেশনাল ওয়েলথ’ বলে অভিহিত করলেন সংগীতশিল্পী জয় বড়ুয়া। তুরিয়া টকসের নতুন সিজনে শিল্প, ঐতিহ্য ও আবেগের কথায় অনুপ্রেরণার ছোঁয়া।