Home সংস্কৃতি ২০২৪-এর রেওয়া সারস্বত সন্মাননা পেলেন সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্ত

২০২৪-এর রেওয়া সারস্বত সন্মাননা পেলেন সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্ত

0

অজন্তা চৌধুরী

সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম রেওয়া সারস্বত সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর রেওয়ার পক্ষ থেকে সারস্বত সম্মাননা ২০২৪ প্রদান করা হয় ‘জি বাংলা’র ‘সারেগামা’খ্যাত সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্তকে। উল্লেখ্য, অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, অনুশীলা বসু, রুনা দাশগুপ্ত, অভিজিৎ দাশগুপ্ত, দেবাদৃত চট্টোপাধ্যায়, রিনা গিরি, দীপিকা তরফদার, সরমা সেন এবং দীপা দাস। অতিথিদের রেওয়ার পক্ষ থেকে এ দিন সন্মাননা জ্ঞাপন করা হয়।

এ দিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেওয়া সারস্বত সম্মান প্রাপক অরিত্র দাশগুপ্ত। তাঁর পরিবেশিত ‘কাহারবা নয় দাদরা বাজাও’, ‘বলো কি আছে গো তোমারি আঁখিতে’ গানগুলো মুগ্ধ করে শ্রোতাদের। অতিথি শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, দেবাদৃত চট্টোপাধ্যায়, অনুশীলা বসু, দীপা দাস এবং সরমা সেন। আবৃত্তি পরিবেশন করেন রিনা গিরি।

এ দিন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন কাউন্সেলিং সাইকোলোজিস্ট  দীপিকা তরফদার। এ ছাড়াও এ দিন সংগীত পরিবেশনে ছিলেন পারমিতা দত্ত রায়, সুজাতা সোম, জয়িতা বল চ্যাটার্জি, সোহম সেনগুপ্ত, মহুয়া শীল, গোপা গুপ্ত এবং শুক্লা ব্যানার্জী। সমবেত সংগীত পরিবেশনে ছিল ‘গসিপ্‌স’ এবং নবনালন্দা সংগীত শিক্ষায়তন।

এ দিন নৃত্য পরিবেশন করেন শর্মিলি বিশ্বাস, প্রজ্ঞাবন্তী ব্যানার্জি বিশ্বাস এবং মধুমিতা জয়া ঘোষ। বাদ্যযন্ত্রে ছিলেন মলয় দাস, রানা দত্ত, তরুণ দাস এবং অমিত শিকদার। সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু ও শ্যামা ভট্টাচাৰ্য। শব্দ প্রক্ষেপণে হাসি পাঞ্চাল।  সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন রেওয়ার যুগ্ম সম্পাদক নির্মাল্য বিশ্বাস, প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী এবং সেক্রেটারি জয়িতা বল।

আরও পড়ুন

অনুষ্ঠিত হল ‘নব রবি কিরণ’ ও ‘নব নালন্দা’ আয়োজিত সংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’র চূড়ান্ত পর্ব

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version