Home খবর দেশ ‘বৈষম্যমূলক’ বাজেট! সংসদে বিক্ষোভ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র

‘বৈষম্যমূলক’ বাজেট! সংসদে বিক্ষোভ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র

0

২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা বুধবার সংসদ প্রাঙ্গণে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের তরফে এই বাজেটকে অ-বিজেপি-শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে “বৈষম্যমূলক” বলে অভিহিত করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া বিশিষ্ট নেতাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এ বারের বাজেটের বিহার এবং অন্ধ্রপ্রদেশের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়ার বিষয়টি সমালোচনা করেছেন বিরোধী নেতাদের অনেকেই। কারণ এই দুই রাজ্যের শাসক দল এখন এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে বিজেপির দুই মূল ভরসা। যেখানে অর্থমন্ত্রী অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন, অন্যদিকে বেশ কয়েকটি সড়ক সংযোগ প্রকল্পের জন্য বিহারে ২৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজের টানা সপ্তম বাজেট পেশ করেন মঙ্গলবার। এর পর বিরোধীদের কৌশল নিয়ে আলোচনা করার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ১০ রাজাজি মার্গের বাসভবনে বিরোধী জোটের অন্তর্ভুক্ত দলগুলির নেতারা একত্রিত হন। বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কেসি বেনুগোপাল, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এসপি) প্রধান শরদ পওয়ার, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত এবং অরবিন্দ সাওয়ান্ত, ডিএমকে সাংসদ টিআর বালু এবং তিরুচি শিবা, ঝাড়খণ্ড মুক্তিমোর্চার সাংসদ মহুয়া মাজি, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা প্রমুখ। যথারীতি, বুধবার সংসদে বিক্ষোভ দেখানোর এই পদক্ষেপ।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এটিকে “কুরসি বাঁচাও” বাজেট বলেছেন। রাহুল গান্ধী এক্স – এ (আগের টুইটার) লেখেন, “মিত্রদের সন্তুষ্ট করুন। অন্যান্য রাজ্যের খরচে মিত্রদের সন্তুষ্ট করার ফাঁকা প্রতিশ্রুতি। সাধারণ ভারতীয়দের জন্য কোনও সুযোগ-সুবিধা দেওয়ার বদলে তাঁদের খুশি রাখুন।”

আরও পড়ুন

কেন্দ্রীয় বাজেট ২০২৪: এই ৯টি বিষয়কে অগ্রাধিকারের তালিকায় রাখল মোদী সরকার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version