Homeদিবস২৬ জানুয়ারি কেন সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়?

২৬ জানুয়ারি কেন সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়?

প্রকাশিত

ভারতীয় সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছিল ১৯৪৭ সালের ২৭ অক্টোবর। ২৯৯ সদস্যের একটি গণপরিষদ এই সংবিধান খসড়া তৈরির দায়িত্বে ছিল। অবশেষে এটি গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।

তবে খসড়া তৈরি এবং গৃহীত হওয়ার তারিখ নিয়ে বিভ্রান্ত না হয়ে মনে রাখা দরকার, এটি আনুষ্ঠানিক ভাবে কার্যকর হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। এই দিনটিতেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্রে পরিণত হয়। এ বছর, ২০২৫ সালের ২৬ জানুয়ারি ভারত উদযাপন করবে ৭৬তম সাধারণতন্ত্র দিবস।

অনেকে মনে করেন সংবিধান গৃহীত হওয়ার বছর, অর্থাৎ ১৯৪৯ থেকে গণনা করা উচিত। কিন্তু প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে ১৯৫০ সালের ২৬ জানুয়ারির দিনটিতে, যখন এটি কার্যকর হয়েছিল। এটি জাতীয় গর্বের দিন, যা দেশজুড়ে দেশপ্রেমের আবেগে উদযাপন করা হয়।

কেন উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস?

প্রতিবছর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার স্মরণে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়।

এই দিনটি ভারতকে ব্রিটিশ উপনিবেশ থেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্রে রূপান্তরের প্রতীক। এটি ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের জাতীয় নীতিগুলির প্রতিষ্ঠা স্মরণ করায়।

২৬ জানুয়ারি দিনটি বেছে নেওয়া হয়েছিল ১৯৩০ সালে পূর্ণ স্বরাজ (পূর্ণ স্বাধীনতা)-এর ঘোষণা উদযাপনের জন্য। সাধারণতন্ত্র দিবস ভারতের ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক।

ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্যরা কারা ছিলেন?

১৯৪৭ সালে গঠিত ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্যরা হলেন:

  • ড. বিআর. অম্বেডকর (চেয়ারম্যান): সংবিধানের প্রধান স্থপতি
  • আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার: বিশিষ্ট আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ
  • এন গোপালস্বামী আইয়ঙ্গার: রাজনীতিবিদ এবং কূটনীতিক
  • কেএম মুনশি: স্বাধীনতা সংগ্রামী এবং লেখক
  • সৈয়দ মহম্মদ সাদুল্লা: অসমের প্রাক্তন প্রধানমন্ত্রী
  • বি.এল. মিটার: সংবিধান বিশেষজ্ঞ (মৃত্যুর পর এন মাধব রাও স্থলাভিষিক্ত হন)
  • ডিপি খৈতান: আইনজ্ঞ (মৃত্যুর পর টিটি কৃষ্ণমাচারি স্থলাভিষিক্ত হন)
  • টি.টি. কৃষ্ণমাচারি: অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ
  • এম. আনন্দসায়নম আইয়ঙ্গার: বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী

২৬ জানুয়ারি কেন সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়?

ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা অর্জন করলেও তখনও এটি উপনিবেশিক আইন অনুযায়ী পরিচালিত হত। সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছিল ১৯৪৭ সালের ২৭ অক্টোবর এবং প্রায় তিন বছর ধরে তা চূড়ান্ত করা হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।

তবে ১৯৩০ সালের পূর্ণ স্বরাজ ঘোষণাকে সম্মান জানাতে এটি কার্যকর করা হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। সেই থেকেই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এ বার থেকে শনি-রবিবারও চলবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো, শুরু ১৩ সেপ্টেম্বর

১৩ সেপ্টেম্বর থেকে শনি এবং রবিবারও চলবে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)। শনিবার ৪৪টি ও রবিবার ৪০টি মেট্রো চলবে, ৩৫ মিনিট অন্তর পরিষেবা।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

আরও পড়ুন

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।

কী ভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? জানুন খুঁটিনাটি

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দুই কক্ষের সাংসদরা। মোট ৭৮১ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ৩৯১। এনডিএর কাছে রয়েছে ৪২৭ ভোট, বিরোধী শিবির পিছিয়ে।