সামনেই আলোর উৎসব দীপাবলি। এদিন বাজি জ্বালিয়ে ও ফাটিয়ে আনন্দ লাভ করাকেই অনেকে ধ্যানজ্ঞান বলে মনে করে। কিন্তু দীপাবলিতে বাজি ফাটানো আতঙ্কের পরিবেশ নিয়ে আসে অবলা পশুপাখিদের কাছে। তীব্র আলোর ঝলকানি ও বাজির আওয়াজে ভয় ত্রস্ত হয় পশুপাখিরা। তাই এবার আনন্দ করার আগে একটু ভাবুন আপনার বাড়ির পোষ্যদের পাশাপাশি রাস্তার অবলা পশুপাখিদের কথাও।
কীভাবে বাড়ির পোষ্যদের নেবেন যত্ন
১) বাড়ির মধ্যে এমন জায়গায় পোষ্যদের রাখবেন যেখানে বাজি ফাটানোর তীব্র আলোর ঝলকানি ও আওয়াজ না পৌঁছোয়।
২) বাড়ির সব দরজা, জানলা এঁটে রাখুন।
৩) পরিবেশবান্ধব আলোর বাজি জ্বালান। বাজি ফাটানো বন্ধ করুন।
৪) দীপাবলির আগে পোষ্যকে পশুচিকিৎসকের কাছে নিয়ে গিয়ে উদ্বেগ প্রতিরোধকারী ইঞ্জেকশন দিন।
৫) পোষ্যর কানে তুলো গুঁজে দিন যাতে তীব্র কানফাটা আওয়াজ না পৌঁছোয়।
৬) বাতাস দূষিত হবে তাই দিনের বেলায় পোষ্যদের বাইরে বের করবেন।
৭) উদ্বেগ প্রতিরোধ করতে প্রচুর পরিমাণে জল ও তরল জাতীয় খাবার দিন।
৮) নিজে আতঙ্কিত হবেন না। হালকা মিউজিক চালান পোষ্যদের উদ্বেগ ও অবসাদ দূর করতে।
৯) রাস্তার অবলা পশুপাখিদের জন্য নিরাপত্তা আশ্রয়ের বন্দোবস্ত করুন।
১০) গাছে পাখিদের বাসা নষ্ট হয়ে যায়। তাই ওদের আশ্রয়ের ব্যবস্থা করবেন। বারান্দা বা বাড়ির বাইরে খাবার ও জল রেখে দিন পাত্রে।
আরও দীপাবলি সংক্রান্ত নানা লেখা পড়ুন এখানে ক্লিক করে