Home দুর্গাপার্বণ দীর্ঘ পথ পেরিয়ে বড়িশা সর্বজনীন পড়ল ৭৫ বছরে, তাই এ বার তাদের...

দীর্ঘ পথ পেরিয়ে বড়িশা সর্বজনীন পড়ল ৭৫ বছরে, তাই এ বার তাদের থিম ‘মাইলস্টোন’

0
ছবি:রাজীব বসু।

নিজস্ব প্রতিনিধি: যে কোনো গন্তব্যে পৌঁছোতে হলে পেরিয়ে আসতে হয় এক যাত্রাপথ। সেই যাত্রাপথ যতই ক্ষুদ্র হোক না কেন, তাকে বাদ দিয়ে গন্তব্যে পৌঁছোনো যায় না। আর এই যাত্রাপথের পাশে স্মারক হিসেবে থাকে মাইলফলক। আর এই মাইলফলকের সঙ্গে জড়িয়ে থাকে অনেক মানুষের এগিয়ে চলার কাহিনিও, যেমনটি আমরা পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে। এই মাইলফলক তথা ‘মাইলস্টোন’ই বড়িশা সর্বজনীনের এ বছরের পুজোর থিম।

বড়িশা সর্বজনীন এ বছর ৭৫ বছরে পদার্পণ করল, পুজোর ইতিহাসে এ-ও এক মাইলস্টোন। ৭৫টা বছর ধরে একটু একটু করে এগিয়ে বড়িশা সর্বজনীন আজ এই রূপ নিয়েছে। তাই পাথরের স্মারকলিপিই হয়ে উঠেছে এ বছরের উৎসবের অঙ্গ।

বড়িশা সর্বজনীনে দুর্গাপুজো এ বছরের ভাবনা, পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন শিল্পী বিমল সামন্ত। তিনি জানালেন, পাথরের মাইলফলক যেমন এক দিকে আমাদের গন্তব্যকে চিনতে শেখায়, তেমনি তা ধারণ করে থাকে এমন অনেক এগিয়ে চলার গল্প। পার্বত্য প্রদেশ থেকে সমতলে আসার পথে সমস্ত পাথরকেও সেই বিচিত্র যাত্রাপথ পেরিয়ে হাজির হতে হয় জীবনের দরবারে। তার মূল আকারের ওপর চলে প্রকৃতির কারুকার্য। যাত্রাপথই স্থির করে দেয় পাথরের নিয়তিকে। তার মধ্যেই নিহিত থাকে বিচিত্র পথ পেরিয়ে আসার চিহ্ন।

বিমলবাবুর কথায়, “আমাদের জীবনও এমন ভাবেই ‘চরৈবেতি’ মন্ত্র ধারণ করে আমাদের এগিয়ে নিয়ে চলে, নির্ধারণ করে আমাদের গন্তব্যের পথ, গড়েপিটে নেয় আমাদের নিয়তিকে। তাই বড়িশা সর্বজনীনের পুজোয় থিম এ বছর ‘মাইলস্টোন’।”

আরও পড়ুন

‘কথাবলী – কথা ও কবিতার অন্য পাঁচালী’ এ বার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজায়

ট্যাংরা ঘোলপাড়ার এ বারের পুজোর থিম ‘দান’, সচেতন করা হচ্ছে অঙ্গদান সম্পর্কে

৮৭তম বছরে কাঁকুড়গাছি মিতালির দুর্গাপুজো তুলে ধরছে ‘ইচ্ছে’-র কাহিনি

  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version