Homeদুর্গাপার্বণবাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

প্রকাশিত

এবছরের পুজোয় গোটা বাংলার লোকসংস্কৃতি উঠে আসছে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী পুজো বাবুবাগানের মণ্ডপে। বাবুবাগানের পুজোর মণ্ডপে গড়ে উঠছে আস্ত এক বিশালাকার রাজপ্রাসাদ। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, গোটা বাংলাতেই উৎকৃষ্ট বৈচিত্র্যময় লোকজ সংস্কৃতিকে দেখা যায়। এবছর বাবুবাগানের পুজোর মণ্ডপে পুজোর আনন্দে শামিল হবেন বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আসা বিভিন্ন লোকশিল্পীরাও। তাঁরা তাঁদের নাচগান, লোকজ সংস্কৃতির মাধ্যমে রাজপ্রাসাদকে মুখরিত করে তুলবেন।

বাবুবাগানের পুজোর সামগ্রিক পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন ড. সুজাতা গুপ্ত। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবছরও বাবুবাগানের পুজোর মণ্ডপে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। পুজোর আনন্দে শামিল হবেন বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আসা বিভিন্ন লোকশিল্পীরাও। তাঁরা তাঁদের নাচগান, লোকজ সংস্কৃতির মাধ্যমে রাজপ্রাসাদকে মুখরিত করে তুলবেন। কখনো আদিবাসী নৃত্য তুলে ধরা হবে। তো কখনো রায়বেশে, নাটুয়ার মতো দক্ষিণবঙ্গের লোকনৃত্য। আবার উত্তরবঙ্গের লোকশিল্পীরা তাঁদের রাভা, মারুনি নৃত্য পরিবেশন করবেন।’

প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল। আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট।
প্রতি বছর অভিনব থিমে নজর কাড়ে বাবুবাগান। এবছর পুজোর মাধ্যমে তারা বার্তা দিচ্ছে, ‘আমাদের গর্ব বাংলা, বাংলার গর্ব আমরা’। সুজাতা গুপ্ত আরও বলেন, ‘বিশালাকৃতির রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে পুজোর মণ্ডপ। সেই রাজপ্রাসাদের ঠাকুর দালানে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে অধিষ্ঠান করবেন মা দুর্গা। পুজোর ক’টা দিন ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনিতে মুখরিত থাকবে রাজপ্রাসাদ। আট থেকে আশি সব বয়সের মানুষ পুজোর আনন্দে মেতে উঠবেন।’

এবারের পুজোয় কার কী থিম দেখুন এখানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

আরও পড়ুন

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

‘অবসরে’ গোড়ার কথা তুলে ধরে আহিরীটোলা যুবকবৃন্দে ‘রোশনাই’ ছড়াতে প্রস্তুত শিল্পী বিমল সামন্ত

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।