Homeদুর্গাপার্বণহীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ...

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

প্রকাশিত

প্রতি বছর অভিনব থিমে দর্শনার্থীদের চমকে দেয় বেহালা নূতন দল পুজো কমিটি। এবছর হীরক জয়ন্তী বর্ষে তারা দর্শনার্থীদের সামনে একখণ্ড ইতিহাস তুলে ধরে চমকে দিতে চলেছে। বেহালা নূতন দলের পুজো মণ্ডপে হাজির হয়ে দর্শনার্থীরা ফিরে যাবেন রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে।
বেহালা নূতন দলের এবারের থিম ‘শিবাণী ধাম’। সামগ্রিক ভাবে সৃজনের দায়িত্বে রয়েছেন একসঙ্গে ৩ স্বনামধন্য শিল্পী রণো বন্দ্যোপাধ্যায়, অমর সরকার ও সঞ্জয় ভট্টাচার্য। প্রতিমা শিল্পী অরিঘ্ন সাহা। আলোর দায়িত্বে রয়েছেন শান্তনু দাস ও মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন স্বপন পাল।

পুজো কমিটির কর্তা সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন, একসময় প্রায় ৫০০ বছর আগে বাংলা, বিহার ও ওড়িশা মিলিয়ে গড়ে ওঠা সুবে বাংলায় সংগ্রামপুর নামে এক রাজ্য ছিল। কিররানি রাজত্বর রাজা দাউদ খানকে যুদ্ধে হারিয়ে রাজা রাজকিশোর সিংহ বাংলার উত্তরাঞ্চলে এই স্বাধীন রাজ্য গড়ে তোলেন। তিনি বুন্দেলখণ্ড থেকে এসেছিলেন। মুঘল সম্রাটদের সঙ্গে ছিল সখ্য। গড়ে তোলেন বিশাল এক সাম্রাজ্য। রাজপ্রাসাদ তৈরি করা শুরু হয় রাজা রাজকিশোর সিংহর আমলে। সেই নির্মাণ কাজ শেষ হয় যখন তাঁর ছেলে বীর সিংহ রাজা হন। বুন্দেলখণ্ড ও মুঘল আমলের স্থাপত্যর আদলে রাজপ্রাসাদ গড়ে ওঠে। বংশপরম্পরায় শিবের উপাসক ছিল রাজ পরিবার।

বেহালা নতুনদলের মণ্ডপে শেষমূহূর্তের প্রস্তুতি

রানি চন্দ্রাবতীর আগ্রহে শিবের মূর্তি স্থাপন করেন রাজা বীর সিংহ। তাঁর রাজসভায় ছিলেন কবি ও গীতিকার রাই কুমারী। তাঁর শিল্পগুণের কথা পৌঁছে যায় মুঘল সম্রাটদের দরবারেও। রাই কুমারী ইষ্ট দেবী শিবাণীর স্বপ্নাদেশ পান। তিনি রাজা বীর সিংহকে মন্দির গড়ে তোলার অনুরোধ করেন। রাজা বীর সিংহ শিবমূর্তির সামনে শিবাণীর সুন্দর মন্দির গড়ে দেন। সে কাহিনি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে।’

নিজস্ব চিত্র

আরও পড়ুন: বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।