Home দুর্গাপার্বণ অর্জুনপুর আমরা সবাই ক্লাবে শিল্পী ভবতোষ সুতারের দুর্গা মণিপুরের নির্যাতিতা নারীদের প্রতীক...

অর্জুনপুর আমরা সবাই ক্লাবে শিল্পী ভবতোষ সুতারের দুর্গা মণিপুরের নির্যাতিতা নারীদের প্রতীক  

0

নিজস্ব প্রতিনিধি: এ বারের দুর্গাপূজায় প্রথাগত থিমের বাইরে গিয়ে একেবারেই অন্য ধরনের থিম করেছে বাগুইআটির অর্জুনপুর আমরা সবাই ক্লাব। মণিপুরের জাতিদাঙ্গায় অত্যাচারিতা নির্যাতিতা নারীদেরই এখানে দেবী রূপে কল্পনা করা হয়েছে। থিমের নাম ‘গণদেবতা’। এ হেন ‘হটকে’ থিমের সামগ্রিক সৃজন ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পী ভবতোষ সুতার। পুজো শুরুর আগেই তাঁর শিল্পকৃষ্টি ভাইরাল হয়ে গিয়েছে।

অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোয় এ বার দেবী দুর্গার রূপ চিরাচরিত নয়। এই পুজোয় মণিপুরের নির্যাতিতারা আর হিমালয়াকন্যা দেবী দুর্গা একাকার হয়ে গিয়েছেন।

মে মাস থেকে শুরু হয় মণিপুরের জাতিদাঙ্গা। কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। তাতে দেখা যায়, মণিপুরে গণধর্ষণের শিকার হওয়া দুই মহিলাকে নগ্ন করে সর্বসমক্ষে প্যারেড করতে বাধ্য করা হচ্ছে। মণিপুরের নারীদের ওপর নির্যাতনের আরও নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্বই। মণিপুরের সেই বর্বরোচিত অত্যাচারের কাহিনিই তুলে ধরছেন ভবতোষ সুতার।

ভবতোষের উমা চিরাচরিত দেবীমূর্তি নয়। তাঁর সাজপোশাকে কোনো জাঁকজমক নেই, কোনো জৌলুস নেই। সাধারণ শাড়ি পরা মাটির প্রতিমার অবয়ব। দৃঢ়চেতা ভঙ্গিতে মিছিল করার ভঙ্গিমায় হেঁটে চলেছেন তিনি। মুখাবয়বে ফুটে উঠেছে তাঁর ক্ষোভ, তাঁর যন্ত্রণা। চোখে ক্ষোভের আগুন। জীবনের রণক্ষেত্রে অনবরত যুদ্ধ করে চলা সেই সাধারণ নারীর পেছনে হেঁটে চলেছে নানা বয়সের আরও অসংখ্য নারী-পুরুষ। লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকও হাঁটছে।

রয়েছেন শিল্পী ভবতোষ সুতার।

ভবতোষ সুতার জানান, “এ রকম ঠাকুর গড়ার কোনো পরিকল্পনা আমার ছিল না। কিন্তু মণিপুরের ঘটনা আমায় ভীষণ ভাবে নাড়া দেয়। মণিপুরের নারীদের ওপর যে অকথ্য অত্যাচার হয়েছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমি একমাত্র ঠাকুর গড়ার মাধ্যমেই এর প্রতিবাদ করতে পারি। আমরা সুসজ্জিত মণ্ডপে ঠাকুর পুজো করি, নারীশক্তির আরাধনা করি, আবার আমরাই নারীদের ওপর নির্যাতন করি, তাদের নিরন্তর অত্যাচার, অপমান করে চলি।”

ভবতোষবাবুর কথায়, “গত বছর অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোমণ্ডপে ব্যালাড আর্টিস্টদের লাইভ সম্প্রচার দেখা গিয়েছিল। এ বারও অন্য রকম পারফরম্যান্স থাকবে। আমার কাছে দুর্গাপুজো নিজেই পারফরম্যান্স। আমাদের মণ্ডপ আর্থসামাজিক ও রাজনৈতিক বার্তা দেবে। আবহে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা সাউন্ড সিস্টেমে বাজানো হবে।”

ছকভাঙা দেবীমূর্তির গায়ের টেক্সচার রুক্ষ। নারীদের ওপর অত্যাচার, বিশেষ করে মণিপুরের নির্যাতিত নারীদের ওপর অত্যাচার বর্ণনা করতে দেবীমূর্তির গায়ে নির্যাতন, শারীরিক অত্যাচারের চিহ্ন থাকবে। আমরা যে রকম দুর্গামূর্তি দেখতে অভ্যস্ত তার চেয়ে একেবারেই আলাদা অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এ বছরের দুর্গা।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

‘আবোল তাবোল’-কে থিম করে ৯০তম বর্ষে সুকুমার রায়কে স্মরণ করছে হাতিবাগান নবীন পল্লী   

দীর্ঘ পথ পেরিয়ে বড়িশা সর্বজনীন পড়ল ৭৫ বছরে, তাই এ বার তাদের থিম ‘মাইলস্টোন’

‘কথাবলী – কথা ও কবিতার অন্য পাঁচালী’ এ বার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজায়

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version