শারদোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। এবছর ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপুজোর সমাপ্তি হলেও, উৎসবপ্রিয় বাঙালির চোখ এখন আগামী বছরের ক্যালেন্ডারে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।
২০২৬ সালের দুর্গাপুজোর তারিখগুলি
- মহালয়া: ১০ অক্টোবর, শনিবার। এই দিনেই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হবে। ভোরের আকাশে বাজবে চিরাচরিত ‘মহিষাসুরমর্দ্দিনী’, ঘরে ঘরে শুরু হবে আগমনী গান।
- ষষ্ঠী: ১৭ অক্টোবর, শনিবার। দেবীর বোধন ও মণ্ডপ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে পুজোর মূল উৎসব।
- সপ্তমী: ১৮ অক্টোবর, রবিবার। ভোরে কলাবৌ স্নান ও নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শুরু হবে সপ্তমীর পুজো।
- অষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার। সকালবেলায় অঞ্জলি দিতে ভিড় জমাবে লাখো মানুষ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাসন্ধিপুজো।
- নবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার। নানা বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর মূল পর্বের শেষ দিন পালন করা হবে।
- বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার। দুর্গা বিসর্জন, সিঁদুর খেলা, প্রণাম ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনের এই মহোৎসবের।
এ বছর (২০২৫) বিজয়া দশমী ছিল ২ অক্টোবর। তার পরেই আসছে কোজাগরী লক্ষ্মীপুজো ৬ অক্টোবর। আগামী বছর (২০২৬) কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।
প্রতি বছরের মতোই এবছরও পুজোর সমাপ্তির পর থেকেই শুরু হয়েছে অপেক্ষার পালা। আগামী ১২ মাস জুড়ে বাঙালি দিন গুনবে, ২০২৬ সালের দুর্গোৎসবে মায়ের আগমনের আশায়।
আরও পড়ুন: দুর্গাপূজায় মহানগরী পরিক্রমা: ভিড় সামলাতে হিমশিম অবস্থা নিরাপত্তারক্ষীদের