Homeদুর্গাপার্বণমহালয়ার অবসান, অকালবোধন সমাগত, কিন্তু শারদীয় দুর্গাপুজো অকালবোধন কেন?  

মহালয়ার অবসান, অকালবোধন সমাগত, কিন্তু শারদীয় দুর্গাপুজো অকালবোধন কেন?  

প্রকাশিত

ধীরে ধীরে চলে যাচ্ছে মহালয়ার দিনটি। পিতৃপক্ষের অবসান হতে চলেছে। রাত পোহালেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। শারদীয়া দুর্গাপূজা তথা অকালবোধনের লগ্ন এসে যাবে।

কিন্তু শরতের এই পুজো অকালবোধন কেন? সংস্কৃত ‘অকাল’ ও ‘বোধন’ শব্দদুটি বাংলা ভাষায় তৎসম শব্দ হিসেবে গৃহীত হয়েছে। ‘অকাল’ শব্দের অর্থ ‘অসময়’ অর্থাৎ যে সময় শুভকর্মের পক্ষে অযোগ্য, অনুপযুক্ত। অন্যদিকে ‘বোধন’ শব্দটির অর্থ হল ‘উদ্বোধন’। এ ক্ষেত্রে নিদ্রাভঙ্গ করা বা জাগানো। ‘অকালবোধন’ শব্দবন্ধটির অর্থ ‘অসময়ে বোধন বা জাগরণ’। শরৎকালে দেবীদুর্গার আরাধনা অসময়ের আরাধনা। কিন্তু প্রশ্ন হল, এই সময়কে ‘অকাল’ বলা হচ্ছে কেন?

শ্রাবণ থেকে পৌষ, এই ছ’মাস চলে সূর্যের দক্ষিণায়ণ অর্থাৎ সূর্যের গতি থাকে দক্ষিণদিক দিয়ে। আর মাঘ থেকে আষাঢ়, এই ছ’মাস চলে সূর্যের উত্তরায়ণ অর্থাৎ সূর্যের গতি থাকে উত্তরদিক দিয়ে। দেবতাদের কাছে উত্তরায়ণ হল দিন আর দক্ষিণায়ণ হল রাত্রি। রাত্রিকালে দেবীদুর্গা নিদ্রিত থাকেন। সেই অর্থে এই দক্ষিণায়ণের সময়টুকু অকাল। দেবী নিদ্রিত থাকেন বলে তাঁর বোধন করে অর্থাৎ তাঁকে জাগিয়ে পুজো করতে হয়। শরৎকালে দুর্গাপুজো অসময়ের পুজো বলেই একে ‘অকালবোধন’ বলা হয়।

হিন্দু পঞ্জিকা অনুসারে দুর্গাপূজার বিধিসম্মত সময় হল চৈত্রমাস। চৈত্রমাস বসন্ত ঋতুর মধ্যে পড়ে। তাই চৈত্রমাসে দুর্গার যে পুজো হয় তা বাসন্তীপূজা নামে পরিচিত। পুরাণে আছে, রাজা সুরথ দুর্গাপূজা করেছিলেন বসন্তকালেই। রাজা সুরথ চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী তিথিতে শাস্ত্রবিধিমতে দেবী দুর্গতিনাশিনীর পূজা করেছিলেন। বসন্তকাল উত্তরায়ণে পড়ে আর উত্তরায়ণে যেহেতু দেবতাদের দিন তাই ওই সময়ে বাসন্তীপূজায় বোধনের প্রয়োজন হয় না।

রামচন্দ্র লঙ্কার রাজা রাবণকে বধ করার আগে দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে তাঁর পূজা করেছিলেন। সময়টা ছিল শরৎকাল, সূর্যের দক্ষিণায়ণের অন্তর্গত। সেই সময়টা দেবতাদের রাত। তাই দেবী পার্বতীকে জাগানোর প্রয়োজন ছিল। তাই রাম দেবী পার্বতীকে পুজোর আগে বেলগাছের তলায় তাঁর বোধন করেছিলেন। সময়টা অসময় ছিল, তাই এই পুজো ‘অকালবোধন’ নামে পরিচিত হয়।

একসময়ে এই বাংলায় বাসন্তীপূজার চল ছিল অনেক বেশি। তারপর ধীরে ধীরে ‘অকালবোধন’ তথা শরৎকালের দুর্গাপূজা সেই জায়গা দখল করে নেয়। এখন দুর্গাপুজো বললে লোকে শারদীয়া দুর্গাপূজাকেই ধরে নেয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।