Homeদুর্গাপার্বণদুর্গাপুজোয় নারীদের নিরাপত্তায় ‘সুরক্ষা দ্বার’, অভিনব উদ্যোগ এভাররেডির

দুর্গাপুজোয় নারীদের নিরাপত্তায় ‘সুরক্ষা দ্বার’, অভিনব উদ্যোগ এভাররেডির

প্রকাশিত

দুর্গাপুজোর ভিড়েও এবার মহিলাদের জন্য থাকছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। ব্যাটারি ও ফ্ল্যাশলাইটের শীর্ষ ব্র্যান্ড এভাররেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড কলকাতায় চালু করল অভিনব উদ্যোগ— ‘সুরক্ষা দ্বার’ (The Gate of Safety)। দক্ষিণ কলকাতার শিবমন্দির, বাবুবাগান ও বেহালা ক্লাব-সহ একাধিক নামী পুজোয় তৈরি হয়েছে নারীদের জন্য আলাদা প্রবেশদ্বার।

এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে এভাররেডির সাইরেন টর্চ। এতে রয়েছে 100 dBA অ্যালার্ম সিস্টেম। বিপদের সময়ে মহিলারা শুধু চেইন টানলেই বাজবে সাইরেন, যা ডেকে আনবে সাহায্য। ফলে ভিড়ের মধ্যে বা নির্জন পরিস্থিতিতে মিলবে নিরাপত্তার নিশ্চয়তা।

এভাররেডির সিইও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুজো কেবল উৎসব নয়, এটি শুভশক্তির জয়ের প্রতীক। আমরা বিশ্বাস করি মহিলাদের সবসময় নিরাপদ ও ক্ষমতাশালী বোধ করা উচিত। সেই কারণেই ‘সুরক্ষা দ্বার’ উদ্যোগ নারীদের জন্য আরও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার চেষ্টা।”

এই পদক্ষেপের প্রশংসা করেছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি, যাঁর নতুন ছবি রক্তবীজ ২ মুক্তি পেয়েছে সম্প্রতি। কৌশানির কথায়, “দুর্গাপুজো উদযাপন শক্তির প্রতীক। এই সময়ে প্রতিটি মহিলার উচিত ভয়হীনভাবে উৎসবে যোগ দেওয়া। এভাররেডির উদ্যোগ নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।”

এভাররেডি এই প্রচারের অংশ হিসেবে শুরু করেছে বহুস্তরীয় প্রচার—

  • মণ্ডপে বিশেষ সেলফি ওয়াল “আমার পুজো’র সুরক্ষা সেলফি” বার্তা নিয়ে
  • সেলিব্রিটি ওয়ার্কথ্রু লাইভ স্ট্রিমিং
  • দর্শনার্থীদের সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা ভাগ করার উৎসাহ

উল্লেখ্য, চলতি বছর মহাকুম্ভ ২০২৫-এও এভাররেডি পুলিশদের হাতে দিয়েছিল সাইরেন টর্চ, যা ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করেছিল।

দুর্গাপুজোর আড়ম্বরের পাশাপাশি ‘সুরক্ষা দ্বার’ এবার প্রতিমা দর্শনে আসা নারী, শিশু ও প্রবীণদের জন্য নিরাপত্তা ও আস্থার এক নতুন অধ্যায় যোগ করল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠাকুর দেখতে বেরিয়েছেন? মণ্ডপে ভিড়ের মাঝে পার্কিং, মেট্রো, এটিএম—সব তথ্য এ বার হাতের মুঠোয়

দুর্গাপুজো ঘিরে ভিড় সামলাতে রাজ্য পুলিশ চালু করল ‘সবার পুজো’ অ্যাপ আর কলকাতা পুলিশ চালু করল ‘পুজো বন্ধু’ অ্যাপ। কোথায় মণ্ডপ, রুট, পার্কিং, জরুরি নম্বর—সবই জানা যাবে এক ক্লিকে।

পাকিস্তান যোগের অভিযোগ, কেন সোনম ওয়াংচুক গ্রেফতার ব্যাখ্যা করলেন লাদাখ পুলিশের ডিজি

লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন হিংসাত্মক রূপ নিলে গ্রেফতার হন সোনম ওয়াংচুক। পুলিশের অভিযোগ, পাকিস্তান যোগ ও উস্কানির কারণে পরিস্থিতি অশান্ত হয়েছে।

মোদীর হাত ধরে উদ্বোধন BSNL-এর ‘স্বদেশি’ 4G স্ট্যাক, ডিজিটাল ইন্ডিয়া পথে বড় পদক্ষেপ

ভারতের টেলিকম পরিকাঠামোয় ঐতিহাসিক পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন BSNL-এর ‘স্বদেশি’ 4G স্ট্যাক ও প্রায় ৯৭,৫০০ টাওয়ার। গ্রামীণ ও দুর্গম অঞ্চলে সংযোগ পাবে ২৬,৭০০ গ্রাম।

বেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপদ

কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বেহালা-সরশুনায় জমা জলে দাঁড়িয়ে দোকান খোলার সময় প্রাণ হারালেন ৬৬ বছরের বৃদ্ধা। সিইএসসি-র ত্রুটিপূর্ণ তারকেই দায়ী করা হচ্ছে।

আরও পড়ুন

ঠাকুর দেখতে বেরিয়েছেন? মণ্ডপে ভিড়ের মাঝে পার্কিং, মেট্রো, এটিএম—সব তথ্য এ বার হাতের মুঠোয়

দুর্গাপুজো ঘিরে ভিড় সামলাতে রাজ্য পুলিশ চালু করল ‘সবার পুজো’ অ্যাপ আর কলকাতা পুলিশ চালু করল ‘পুজো বন্ধু’ অ্যাপ। কোথায় মণ্ডপ, রুট, পার্কিং, জরুরি নম্বর—সবই জানা যাবে এক ক্লিকে।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।