Homeদুর্গাপার্বণদুর্গাপুজোয় নারীদের নিরাপত্তায় ‘সুরক্ষা দ্বার’, অভিনব উদ্যোগ এভাররেডির

দুর্গাপুজোয় নারীদের নিরাপত্তায় ‘সুরক্ষা দ্বার’, অভিনব উদ্যোগ এভাররেডির

প্রকাশিত

দুর্গাপুজোর ভিড়েও এবার মহিলাদের জন্য থাকছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। ব্যাটারি ও ফ্ল্যাশলাইটের শীর্ষ ব্র্যান্ড এভাররেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড কলকাতায় চালু করল অভিনব উদ্যোগ— ‘সুরক্ষা দ্বার’ (The Gate of Safety)। দক্ষিণ কলকাতার শিবমন্দির, বাবুবাগান ও বেহালা ক্লাব-সহ একাধিক নামী পুজোয় তৈরি হয়েছে নারীদের জন্য আলাদা প্রবেশদ্বার।

এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে এভাররেডির সাইরেন টর্চ। এতে রয়েছে 100 dBA অ্যালার্ম সিস্টেম। বিপদের সময়ে মহিলারা শুধু চেইন টানলেই বাজবে সাইরেন, যা ডেকে আনবে সাহায্য। ফলে ভিড়ের মধ্যে বা নির্জন পরিস্থিতিতে মিলবে নিরাপত্তার নিশ্চয়তা।

এভাররেডির সিইও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুজো কেবল উৎসব নয়, এটি শুভশক্তির জয়ের প্রতীক। আমরা বিশ্বাস করি মহিলাদের সবসময় নিরাপদ ও ক্ষমতাশালী বোধ করা উচিত। সেই কারণেই ‘সুরক্ষা দ্বার’ উদ্যোগ নারীদের জন্য আরও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার চেষ্টা।”

এই পদক্ষেপের প্রশংসা করেছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি, যাঁর নতুন ছবি রক্তবীজ ২ মুক্তি পেয়েছে সম্প্রতি। কৌশানির কথায়, “দুর্গাপুজো উদযাপন শক্তির প্রতীক। এই সময়ে প্রতিটি মহিলার উচিত ভয়হীনভাবে উৎসবে যোগ দেওয়া। এভাররেডির উদ্যোগ নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।”

এভাররেডি এই প্রচারের অংশ হিসেবে শুরু করেছে বহুস্তরীয় প্রচার—

  • মণ্ডপে বিশেষ সেলফি ওয়াল “আমার পুজো’র সুরক্ষা সেলফি” বার্তা নিয়ে
  • সেলিব্রিটি ওয়ার্কথ্রু লাইভ স্ট্রিমিং
  • দর্শনার্থীদের সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা ভাগ করার উৎসাহ

উল্লেখ্য, চলতি বছর মহাকুম্ভ ২০২৫-এও এভাররেডি পুলিশদের হাতে দিয়েছিল সাইরেন টর্চ, যা ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করেছিল।

দুর্গাপুজোর আড়ম্বরের পাশাপাশি ‘সুরক্ষা দ্বার’ এবার প্রতিমা দর্শনে আসা নারী, শিশু ও প্রবীণদের জন্য নিরাপত্তা ও আস্থার এক নতুন অধ্যায় যোগ করল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? প্রশ্ন সিদ্ধারামাইয়ার, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

দিল্লি বিস্ফোরণ ও বিহার ভোটের মাঝেই প্রশ্ন তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া— নির্বাচনের সময়েই কেন সন্ত্রাস হামলা? বিজেপির অভিযোগ, জাতীয় নিরাপত্তা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

রনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে...

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।