Homeখবরকলকাতাদুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: মহাসপ্তমীর ভিড় ছাপিয়ে গেল ষষ্ঠীকে

দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: মহাসপ্তমীর ভিড় ছাপিয়ে গেল ষষ্ঠীকে

মহাসপ্তমীতে মহানগরীর দুর্গাপুজো দেখে নেওয়া যাক রাজীব বসুর ক্যামেরায়।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পাঁচ দিনের দুর্গাপুজোর দু’দিন পেরিয়ে গেল। যথারীতি মহাসপ্তমীর ভিড় ছাপিয়ে গেল ষষ্ঠীকে। কলকাতার পুজোমণ্ডপগুলোতে অবশ্য ভিড় শুরু হয়ে গিয়েছে তৃতীয়া থেকেই। মহালয়া-পরবর্তী প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠেই শহরবাসী মেতে উঠেছে শারদীয়া উৎসবে।

গ্রামবাংলা থেকে লোক আসছে দলে দলে। লোকাল ট্রেনে মারাত্মক ভিড়, ভিড় মেট্রোতেও। শিয়ালদহ-হাওড়া স্টেশন ভিড়ে একাকার। ভিড় ছড়িয়ে যাচ্ছে শহরের নানা প্রান্তে – উত্তর থেকে দক্ষিণে এবং পুবেও। মহাসপ্তমীতে মহানগরীর দুর্গাপুজো দেখে নেওয়া যাক রাজীব বসুর ক্যামেরায়।

বাগুইআটি অর্জুনপুর আমরা সবাই

সপ্তমীর সকালে হঠাৎ ঘোষণা, আপাতত পুজোমণ্ডপের গেট বন্ধ। যান্ত্রিক কিছু ত্রুটির কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়। যদিও দর্শনার্থীদের কেউ কেউ বলেন, বিশাল ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। তাই এই সিদ্ধান্ত। উদ্যোক্তারা অবশ্য তা মানতে নারাজ। সোমবার সকাল ৭টা থেকে গেট বন্ধ। গত কয়েক বছর ধরে অর্জুনপুরের এই পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। এ বার অর্জুনপুর আমরা সবাই ক্লাবের থিম ‘মুখোমুখি’। দেবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, নিজের অন্তরের শক্তির মুখোমুখি হওয়া এই ধারণাকেই মণ্ডপে রূপ দেওয়া হয়েছে। স্টেইনলেস স্টিলের ‘কাইনেটিক’ কাঠামো ও মাতৃশক্তির প্রতিমা এই ভাবনাকে ফুটিয়ে তুলছে। উল্টোডাঙা মোড় থেকে ভিআইপি রোড ধরে বাগুইআটি ছাড়িয়ে কিছুটা গেলে বাঁ দিকে অর্জুনপুর। ছবি: রাজীব বসু

কলেজ স্কোয়্যার সর্বজনীন

পূর্ব কলকাতা থেকে চলে আসুন উত্তর-ঘেঁষা মধ্য কলকাতায়। কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়্যার। কলেজ স্কোয়্যার সর্বজনীনের পুজো এবার ৭৮ বছরে পা দিল। কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। পদ্মশ্রী সনাতন রুদ্র পালের গড়া প্রতিমার আকর্ষণও কম নয়। ছবি: রাজীব বসু

একডালিয়া এভারগ্রিন

এবার একেবারে দক্ষিণে। গড়িয়াহাট মোড়ের কাছে একডালিয়া রোডে একডালিয়া এভারগ্রিনের পুজো। থিম পুজো নয়, একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ ও প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। চলতি বছরের মণ্ডপ তৈরি করা হয়েছে অরুণাচল প্রদেশের অরুণাচলেশ্বর মন্দিরের আদলে। ৮৩ বছরে পড়ল এই পুজো। এখানেও প্রতিমাশিল্পী সনাতন রুদ্র পাল। ছবি: রাজীব বসু 

সিংহী পার্ক সর্বজনীন

একডালিয়ার পুজো দেখে বেরিয়ে আসুন গড়িয়াহাট রোডে। এবার সোজা ফ্লাই ওভারের তলা দিয়ে সোজা ডোভার লেন দিয়ে চলে যান। পেয়ে যাবেন সিংহী পার্ক সর্বজনীনের পুজো। ঐতিহ্যের আবহের সঙ্গে আধুনিকতার ছোঁয়া মিলে গড়ে উঠেছে সিংহী পার্ক সর্বজনীনের পুজো। প্যান্ডেল ও প্রতিমায় ফুটে উঠেছে নতুন দৃষ্টিভঙ্গি ও শিল্পসৃজনের অপূর্ব মেল। সিংহী পার্কের পুজো এবার ৮৪ বছরে পা দিল। ছবি: রাজীব বসু

৬৬ পল্লি

দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে ৬৬ পল্লির পুজো এবার ৭৫ বছরে পড়ল। এ বছর এই পুজোর থিম হল ‘শক্তিপূজা – দ্য মিস্টিক ডিভাইন’। এ টুকরো কেরল কলকাতার বুকে। পুজোমণ্ডপে দেখা যাচ্ছে কেরলের ঐতিহ্যবাহী লোকশিল্প, যার নাম ‘থেইয়াম’। দেবীপ্রতিমাও এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা। ছবি: রাজীব বসু  

হরিদেবপুর ৪১ পল্লি

মহানায়ক উত্তমকুমার তথা টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে করুণাময়ী হয়ে কবরডাঙা-ঠাকুরপুকুরের কিছুটা এগিয়ে গেলে মহাত্মা গান্ধী রোডেই হরিদেবপুর ৪১ পল্লির মণ্ডপ। এবার এই পুজোর ৭১ বছর। এ বছরের ভাবনা ‘সোপান’। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কতখানি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে বা মানুষের উপর প্রযুক্তি কতখানি প্রভাব বিস্তার করছে, সেই বিষয়কেই তুলে ধরা হয়েছে। ছবি: রাজীব বসু  

শহিদনগর সর্বজনীন

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় শহিদনগর সর্বজনীনের পুজো এবার ৭৬তম বছরে পড়ল। নেপালের এক মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সাবেক প্রতিমা। ছবি: রাজীব বসু

আরও পড়ুন

দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: চলুন দক্ষিণ থেকে উত্তর হয়ে পুবে  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: সিরাজ-বুমরাহের কেরামতি, চা-এর আগেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস  

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (জাস্টিন গ্রিভ্‌স ৩২, মহম্মদ সিরাজ ৪-৪০, জসপ্রীত বুমরাহ ৩-৪২, কুলদীপ যাদব...

একদিকে মহাত্মা, অন্যদিকে সংঘ! একই দিনে দুই মেরুকেই প্রশংসায় ভরালেন মোদী

মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে আরএসএসের শতবর্ষ উপলক্ষে সংগঠনটিরও প্রশংসা করলেন তিনি।

আরও পড়ুন

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।

দুর্গাপূজায় মহানগরী পরিক্রমা: ভিড় সামলাতে হিমশিম অবস্থা নিরাপত্তারক্ষীদের

খবর অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার দশমী। প্রথাগত ভাবে দুর্গাপূজার শেষ দিন। তাই স্বাভাবিক ভাবেই...