Home দুর্গাপার্বণ পঞ্চমীতেই উপচে পড়া ভিড় মহানগরীতে

পঞ্চমীতেই উপচে পড়া ভিড় মহানগরীতে

0
একডালিয়া এভারগ্রিনে ঠাকুর দেখার ভিড়। ছবি: রাজীব বসু।

1 একডলিয়া এভারগ্রিন

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে বিখ্যাত এবং বেশ পুরোনো সর্বজনীন পুজো একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো। পঞ্চমীর সন্ধ্যাতেই ঠাকুর দেখার ভিড়। ছবি: রাজীব বসু।

2 ত্রিধারা সম্মিলনী

একডলিয়া এভারগ্রিনের ঠাকুর দেখে চলে আসুন গড়িয়াহাট মোড়ে। ডান দিকে রাসবিহারী অ্যাভিনিউ বরাবর এগিয়ে চলুন ট্রাঙ্গুলার পার্কের দিকে। ট্রাঙ্গুলার পার্কের  উলটো দিকেই ত্রিধারার পুজো। ছবি: রাজীব বসু।

3 মুদিয়ালি ক্লাব

দক্ষিণ কলকাতার মুদিয়ালি অঞ্চলের গোটা তিনেক বিখ্যাত পুজোর মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো। পঞ্চমীর সন্ধ্যায় সেখানে জনস্রোত। ছবি: রাজীব বসু।

4 শিবমন্দির সর্বজনীন

মুদিয়ালি অঞ্চলের আর-একটি বিখ্যাত পুজো শিবমন্দির সর্বজনীন। মুদিয়ালিতে গেলে এই পুজো দ্রষ্টব্যতালিকা বাদ রাখা যায় না। পঞ্চমীর সন্ধ্যায় শিবমন্দিরে। ছবি: রাজীব বসু।

5 অজেয় সংহতি

দক্ষিণ কলকাতার আর-একটি বিখ্যাত পুজো অজেয় সংহতির দুর্গাপূজা। টালিগঞ্জ ট্রামডিপোর মোড় থেকে সোজা করুণাময়ী ব্রিজ পেরিয়ে চলে যান হরিদেবপুর। সেখানেই অজেয় সংহতির পূজামণ্ডপ। হরিদেবপুর থেকে ঠাকুরপুকুরের দিকে যেতে ডান দিকে। পঞ্চমীর সন্ধ্যায় সেখানেও একই ছবি। ছবি: রাজীব বসু।

6 সুরুচি সংঘ

অজেয় সংহতির ঠাকুর দেখে একটু পিছিয়ে আসুন। করুণাময়ী ব্রিজের কাছে। আদিগঙ্গার ধার বরাবর বাঁ দিকের পথ ধরে সোজা চলে গেলে পৌঁছে যাবেন টালিগঞ্জ সার্কুলার রোডে। এর পর বাঁ দিকে ঘুরে নিউ আলিপুর পেট্রোল পাম্পের কাছে সুরুচি সংঘের মণ্ডপ। সাধারণ মানুষ লাইন দিয়েছেন ঠাকুর দেখার জন্য। ছবি: রাজীব বসু।

7 চেতলা অগ্রণী

দক্ষিণ কলকাতার আর-এক বিখ্যাত পুজো চেতলা অগ্রণী। রাসবিহারী মোড় থেকে সোজা পশ্চিম দিক বরাবর আদিগঙ্গার ব্রিজ পেরিয়ে খানিকটা গেলেই বাঁ দিকে পেয়ে যাবেন চেতলা অগ্রণীর মণ্ডপ। পঞ্চমীর সন্ধ্যায় সেখানেও লাইন দিয়ে ঠাকুর দেখা। ছবি: রাজীব বসু।  

8 সন্তোষ মিত্র স্কোয়ার

দক্ষিণ থেকে চলে আসুন মহানগরীর মধ্যাঞ্চলে। পঞ্চমীর সন্ধ্যায় একই ছবি।  শিয়ালদা এলাকার লেবুতলা পার্ক এখন সন্তোষ মিত্র স্কোয়ার। সেখানেই মণ্ডপ। ছবি: রাজীব বসু।

9 মহম্মদ আলি পার্ক

মহাত্মা গান্ধী রোড ও চিত্তরঞ্জন অ্যাভেনিউয়ের মোড়ের কাছে মহম্মদ আলি পার্কের দুর্গাপূজা মধ্য কলকাতার আর-এক বিখ্যাত পুজো। দর্শকদের ভিড়ের জন্য বরাবরই বিখ্যাত এই পুজো। এ বারের পঞ্চমীতে তার ব্যত্যয় হল না। ছবি: রাজীব বসু।

10 কাশী বোস লেন

মহম্মদ আলি পার্ক থেকে আরও উত্তরে চলুন। চিত্তরঞ্জন অ্যাভেনিউ ও বিডন স্ট্রিটের মোড়ের কাছে এসে পুব দিকে বিডন স্ট্রিট ধরে এগিয়ে পৌঁছে যান হেদুয়াতে।  রূপবাণী বাসস্টপের দিকে একটু এগোলেই বাঁ হাতে গলির ভেতর মণ্ডপ। পঞ্চমীর সন্ধ্যাতে সেখানেও ভিড় ছিল প্রচণ্ড। ছবি: রাজীব বসু।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version