খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ বছরের শারদোৎসব। মহালয়ার ঠিক পরেই মহানগরীতে প্রাকৃতিক বিপর্যয় আশঙ্কার সৃষ্টি করেছিল। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি। আবহাওয়া বেশ ভালোই ছিল। কাল বুধবার নবমীর দিন রাতে এবং আজ বৃহস্পতিবার দশমী তিথিতে রাজ্যের কোথাও কোথাও বৃষ্টি হলেও তা বড় কোনো বিঘ্ন ঘটায়নি।

চলছে মাতৃবরণ। ছবি: রাজীব বসু
জমজমাট মহানবমী কাটানোর পরেই চলে আসে বিষাদের দশমী। আজ তো মা কৈলাসে ফিরবেন। দশমীর সকালেই শুরু হয়ে যায় প্রস্তুতি। প্রথমে মাকে বরণ করা হয়। মায়েরা এই বরণের কাজটি করেন। মাকে সপরিবার আসছে বছর আবার আসার আমন্ত্রণ জানানো হয়।

চলছে সিঁদুরখেলা। বাগবাজারে। ছবি: রাজীব বসু
মাতৃবরণ বা দেবীবরণের পাশাপাশিই চলে সিঁদুরখেলা। পাড়ার সধবা মহিলারা এই খেলায় মাতেন। সর্বজনীন পুজোমণ্ডপ থেকে বনেদি বাড়ি, সর্বত্রই চলে এই সিঁদুরখেলা।

বিসর্জনের প্রস্তুতি। বনেদিবাড়ির ঠাকুরদালান থেকে মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গায়। ছবি: রাজীব বসু
সিঁদুরখেলা সাঙ্গ হলে শুরু হয়ে যায় বিসর্জনের প্রস্তুতি। বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে বিসর্জন। মহানগরীর বিসর্জনপর্ব মূলত গঙ্গার ঘাটে সম্পন্ন হলেও, শহরতলি এলাকায় বিভিন্ন ঝিলে, জলাশয়ে চলছে বিসর্জন।

বাগবাজারের ঘাটে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপ্রতিমার বিসর্জন। ছবি: রাজীব বসু
কোনো রকম অঘটন যাতে না ঘটে, তার জন্য গঙ্গার বিভিন্ন ঘাট-সহ বিসর্জনস্থলগুলিতে পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, তা থেকে জানা যায়, বিসর্জনপর্ব নির্বিঘ্নেই চলছে।
আরও পড়ুন
দুর্গাপূজায় মহানগরী পরিক্রমা: ভিড় সামলাতে হিমশিম অবস্থা নিরাপত্তারক্ষীদের
সকালে পুষ্পাঞ্জলি, কুমারীপুজো এবং সন্ধিপুজো দিয়ে সমাপন হল দুর্গা-অষ্টমীর
দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: মহাসপ্তমীর ভিড় ছাপিয়ে গেল ষষ্ঠীকে
দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: চলুন দক্ষিণ থেকে উত্তর হয়ে পুবে