Home খবর কলকাতা দুর্গাপূজায় মহানগরী পরিক্রমা: ভিড় সামলাতে হিমশিম অবস্থা নিরাপত্তারক্ষীদের

দুর্গাপূজায় মহানগরী পরিক্রমা: ভিড় সামলাতে হিমশিম অবস্থা নিরাপত্তারক্ষীদের

মণ্ডপে মণ্ডপে ভিড়ের নিরিখে বুধবার মহানবমীর দিন পুজোর বাকি সব দিনগুলোকে ছাপিয়ে গেল।

কুমারটুলি পার্কের পুজোয় দর্শনার্থীদের ভিড়। ছবি: রাজীব বসু।

খবর অনলাইন ডেস্ক: আজ বৃহস্পতিবার দশমী। প্রথাগত ভাবে দুর্গাপূজার শেষ দিন। তাই স্বাভাবিক ভাবেই মণ্ডপে মণ্ডপে ভিড়ের নিরিখে বুধবার মহানবমীর দিন পুজোর বাকি সব দিনগুলোকে ছাপিয়ে গেল। সকাল থেকেই পুজোমণ্ডপে ভিড়। বেলা যত বেড়েছে, ভিড় তত বেড়েছে। এবং রাতের দিকে মহানগরীর নামকরা মণ্ডপগুলোয় ভিড় সামলানোয় দায় হয়ে ওঠে। পুলিশ তথা নিরাপত্তারক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হয়। শুধু সর্বজনীন পুজোমণ্ডপ কেন, কলকাতার নামকরা বনেদি বাড়িগুলোতেও দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে।

আসুন এই ফাঁকে কলকাতার আরও কিছু পুজো দেখে নিই আলোকচিত্রী রাজীব বসুর ক্যামেরায়।      

সেলিমপুর পল্লি

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া সংলগ্ন সেলিমপুরের বিখ্যাত পুজো সেলিমপুর পল্লি। সেলিমপুর পল্লির এ বারের থিম ‘প্রহরী’। মণ্ডপ একটি দোতলা রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে এবং কাপড়, সুতো ও লোহার ফ্রেম দিয়ে নির্মিত। সেলিমপুর পল্লির পুজোর এ বার ৮৮ বছর। ছবি: রাজীব বসু।

ঢাকুরিয়া বান্ধব সম্মিলনী

ঢাকুরিয়ার আর-একটি পুরনো সর্বজনীন দুর্গাপূজা ঢাকুরিয়া বান্ধব সম্মিলনী। ছবি: রাজীব বসু।

ঢাকুরিয়া সর্বজনীন

এ বছর ঢাকুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় ‘কাবুলিওয়ালা’ উঠে এসেছে পুজোমণ্ডপে। এক ভিনদেশি আগন্তুকের দৃষ্টিকোণ দিয়ে এক পরিচিত উৎসবমুখর শহরতলিকে দেখা হচ্ছে। এখানে দেবী দুর্গাও কেবল মূর্তি নন, তিনি যেন এক আশ্রয়ের প্রতীক। ছবি: রাজীব বসু।

বাবুবাগান

গোলপার্কের দিক থেকে চৈতন্য সেতু পেরোতেই ঢাকুরিয়া। বাঁ দিকের রাস্তায় ঢুকতেই বাবুবাগান। এবার ৭৮ বছরে পড়ল বাবুবাগানের পুজো। এ বারের বাবুবাগান সার্বজনীন পুজো কমিটির থিম ‘ঐতিহ্যের বঙ্গে লোক-তরঙ্গে’। আদিবাসী নৃত্য, রায়বেশে, নাটুয়া, রাভা, মারুনি, ছৌ নাচ কী নেই এখানে! ছবি: রাজীব বসু। 

বাদামতলা আষাঢ় সংঘ

দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার বাদামতলা আষাঢ় সংঘের পুজোর বয়স এ বার ৮৭ বছর হচ্ছে। এ বার তাদের পুজোর থিম – ‘আর্জি’ (দ্য প্রেয়ার)। উদ্যোক্তাদের ব্যাখ্যা, সাধারণ মানুষ বিশ্বাস করেন, ঈশ্বর বা ভগবানের আদালতে তিনি এক দিন না এক দিন সুবিচার পাবেনই! ছবি: রাজীব বসু।

কুমারটুলি পার্ক

উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো হল কুমারটুলি পার্কের পুজো। এ বার তাদের পুজোর ৩৩তম বর্ষ । কুমারটুলি পার্কের এ বছরের বিষয় ভাবনা ‘পত্রশোভা’।  এই পাতা গাছ কেটে বা গাছ থেকে পেড়ে আনা হয়নি, বরং কুড়িয়ে আনা হয়েছে৷ অর্থাৎ গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতা ব্যবহার করা হয়েছে মণ্ডপে বিভিন্ন ছবি থেকে প্রতিমার মুখমণ্ডল ফুটিয়ে তোলা হয়েছে ৷ ছবি: রাজীব বসু।

আরও পড়ুন

সকালে পুষ্পাঞ্জলি, কুমারীপুজো এবং সন্ধিপুজো দিয়ে সমাপন হল দুর্গা-অষ্টমীর

দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: মহাসপ্তমীর ভিড় ছাপিয়ে গেল ষষ্ঠীকে

দুর্গাপুজোয় মহানগরী পরিক্রমা: চলুন দক্ষিণ থেকে উত্তর হয়ে পুবে  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version